যশোরে ট্রেড ইউনিয়ন সংঘের এঞ্জেলসের জন্মবার্ষিকী পালন

0

মহামতি ফ্রেডরিখ এঞ্জেলসের দ্বিশত জন্মবার্ষিকী পালন উপলক্ষে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের যশোর জেলা কমিটি শনিবার লাল পতাকা ও সমাবেশ করেছে। এদিন দুপুর ১২টায় শহরের পাইপপট্টি মোড় থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেস কাব যশোরের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তাতের কর্মসূচি শেষ হয়। সংগঠনের জেলা সভাপতি আশুতোষ বিশ্বাসের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের জেলা সহ-সাধারণ সম্পাদক কামরুল হক লিকু, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির জেলা সাংগঠনিক সম্পাদক সমীরণ বিশ্বাস, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা দফতর সম্পাদক কামরুজ্জামান রাজেস, সদস্য নাজমুল হুসাইন, হোটেল শ্রমিক নেতা আইয়ুব হোসেন ও জাতীয় ছাত্রদলের জেলা সদস্য মধুমঙ্গল বিশ্বাস প্রমুখ। সমাবেশটি পরিচালনা করেন জেলা সাধারণ সম্পাদক কৃষ্ণা সরকার।
নেতৃবৃন্দ বলেন, মহামারি করোনা ভাইরাস সামগ্রিক সঙ্কটকে ঘণিভূত করেছে। প্রবাসে প্রায় ১ কোটি শ্রমিকের কর্মসংস্থান ঝুঁকিতে পড়েছে। অর্ধকোটি শ্রমিককে দেশে ফিরতে বাধ্য হতে হচ্ছে বলে। গ্রামে সাড়ে ৩ কোটি ভূমিহীন-গরিব কৃষকের সাথে ওই কর্মহীনরা যুক্ত হয়ে গ্রামাঞ্চলে কর্মহীন মানুষের তালিকা বৃদ্ধি করছে। কৃষি উপকরণ ও পণ্য, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য উর্ধ্বগতি, ব্যাপক মাদক সমস্যা, হত্যা-খুন-গুম, নারী ও শিশু ধর্ষণ, নির্যাতনসহ নানা সমস্যায় মানুষ আজ জর্জরিত ও দিশেহারা। এ সামগ্রিক সঙ্কটকে তুলে না ধরে তা আড়াল করে দেশে জনগুরুত্বহীন ঘটনা ও বিষয়কে ইস্যু করে জনগণের দৃষ্টিকে ভিন্নখাতে প্রভাবিত করার অপতৎপরতা চলছে। তাই আজ পুঁজিবাদের বিপরীতে উন্নত দেশগুলোতে সমাজতন্ত্র ও আমাদের মত দেশগুলোতে সমাজতন্ত্রের লক্ষ্যে জাতীয় গণতান্ত্রিক বিপ্লবকে অগ্রসর করতে নেতৃবৃন্দ মহামতি এঞ্জেলস ও তার অবদানসমূহকে উর্ধ্বে তুলে ধরতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি