যশোরে করোনায় একজনের মৃত্যু : আক্রান্ত আরো ১১ জন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। নমুনা পরীক্ষার রিপোর্ট আসার আগেই তার মৃত্যু হয়। এ নিয়ে যশোরে মোট ৫১ জন কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়েছে। এদিকে গতকাল এক দিনে আরো ১১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। যশোর সিভিল সার্জন অফিসের মিডিয়া পার্সন ডাঃ রেহনেওয়াজ জানিয়েছেন, মৃত আব্দুর রউফের (৮০) বাড়ি যশোর সদর উপজেলার আরবপুর গ্রামে। শ্বাসকষ্ঠ ও জ্বরসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন আব্দুর রউফ। গত ২৫ নভেম্বর করোনা পরীক্ষার জন্যে তিনি নমুনা দিয়েছিলেন। নমুনা দেয়ার পর দিন ২৬ নভেম্বর তার মৃত্যু হয়। মৃত্যুর পরদিন ২৭ নভেম্বর আব্দুর রউফ করোনায় আক্রান্ত বলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টার থেকে রিপোর্ট আসে। এ দিয়ে যশোারে করোনায় আক্রান্ত ৫১ জনের মৃত্যু হয়েছে। যশোরের মানুষ ঢাকায় ৫ জন এবং খুলনায় ৪ জন মিলে মোট মৃত্যু হয়ে ৬০ জনে।
এদিকে গতকাল (২৮ নভেম্বর) একদিনে আরো ১১ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এর ভেতর যশোর সদর ৯ জন ও শার্শায় ২ জন রয়েছেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টার থেকে আসা ৮৫টি নমুনা পরীক্ষায় ১০ জন এবং খুলনা মেডিকেল কলেজ হতে আসা ৩১টি নমুনা পরীক্ষায় ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩শ ৯৬ জন। আক্রান্তদের ৮ জন হাসপাতালে, ২শ ৭৯ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। করোনাভাইরাস পরীক্ষা করার জন্য কাল ৯০টি নমুনা সংগ্রহ করে যবিপ্রবি’র ল্যাবে পাঠানো হয়েছে বলে সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়েছে।