মায়ের ওপর অভিমান কিশোরের আত্মহত্যা

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) ॥ মনিরামপুরে মায়ের ওপর অভিমান করে কিশোর পরশ হোসেন আত্মহত্যা করেছে। শুক্রবার রাতে উপজেলার সরসকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। পরশ যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা গ্রামের লিটন হোসেনের ছেলে। মনিরামপুর থানা পুলিশের পরিদর্শক শিকদার মতিয়ার রহমান জানান, লিটন হোসেন পেশায় একজন ট্রাক চালক। স্ত্রী সন্তান নিয়ে উপজেলার সরসকাঠি গ্রামে শ্বশুর হায়দার আলীর বাড়িতেই বসবাস করেন তিনি। তার ছেলে পরশ ঝিকরগাছা বিএম স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। ঠিকমত লেখাপাড়া না করায় মা পাপিয়া খাতুন শুক্রবার সকালের দিকে তাকে বকাঝকা করেন। দুপুরের খাবার খেয়ে পরশ ঘরে ঘুমাতে যায়। কিন্তু সন্ধ্যা পার হয়ে গেলেও পরশের দরজা বন্ধ থাকে। পরবর্তিতে বাড়ির লোকজন দরজা খুলে ফ্যানের সাথে পরশের লাশ ঝুলতে দেখেন। খবর পেয়ে খেদাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম রসুল ওই রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। পরশের আত্মহত্যার ঘটনায় তার নানি আনজুয়ারা খাতুন থানায় একটি অপমৃত্যু মামলা করেন।