“নিরাপত্তা বিশেষজ্ঞদের উদ্বেগ, ট্রাম্প রাষ্ট্রীয় গোপনীয়তা বিক্রি করতে পারেন”

0

লোকসমাজ ডেস্ক॥ যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন যে, ডনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস ত্যাগ করার পর রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা করতে পারবেন না এবং প্রতিবেদন অনুসারে, ভবিষ্যতের গোয়েন্দা ব্রিফিংগুলো থেকে তাকে বিরত রাখা উচিত। প্রেসিডেন্ট ট্রাম্প অতীতে নিয়মিতভাবে বহু নজির ভেঙেছেন এবং রাষ্ট্রীয় গোপনীয়তা প্রকাশ করে দিয়েছেন। স্বভাবতই হোয়াইট হাউস ত্যাগ করার পরও তিনি এসব ব্রিফিং শুনতে চাইবেন। তবে, নিরাপত্তা বিশেষজ্ঞরা যেমনটি এই সপ্তাহে এনবিসি নিউজকে বলেছেন, প্রেসিডেন্ট এই গোপনীয়তাগুলো দেশের শত্রুদের কাছে বিক্রি করার মতো ঝুঁকিপূর্ণ কাজও করতে পারেন এবং সেই ভিত্তিতে তাকে আর কোন ব্রিফিং শোনার সুযোগ দেয়া উচিত নয়। নিজের বাজে ব্যক্তিগত ব্র্যান্ড এবং ট্যাক্স রেকর্ড তদন্তাধীন ট্রাম্পের। এর পাশাপাশি অজানা ঋণদাতাদের কাছে তার সাড়ে তিন হাজার কোটি টাকা দেনা রয়েছে বলেও জানা গেছে।–ইন্ডিপেন্ডেন্ট প্রতিবেদন