করোনায় ৭ দিনে মৃত্যু ২৩০

0

লোকসমাজ ডেস্ক॥ দেশে করোনা সংক্রমণ শুরুর পর ৪৮তম সপ্তাহে নমুনা পরীক্ষা, শনাক্ত, সুস্থতা ও মৃত্যুর হার ৪৭তম সপ্তাহের চেয়ে বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে মৃত্যু বেড়েছে ২৯ দশমিক ৯৪ শতাংশ। করোনা সংক্রমণের ৪৮তম সপ্তাহে মারা গেছেন ২৩০ জন। শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সপ্তাহের ভিত্তিতে তুলনামূলক বিশ্লেষণে স্বাস্থ্য অধিদফতর জানায়, ৪৭তম সপ্তাহে নমুনা পরীক্ষা করা হয়েছিল এক লাখ ৮ হাজার ৬৮টি। এই সময়ে শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৭৮৫ জন, সুস্থ হয়েছেন ১২ হাজার ৫০৩ জন এবং মারা গেছেন ১৭৭ জন। ৪৮তম সপ্তাহে নমুনা পরীক্ষা করা হয়েছিল এক লাখ ৮ হাজার ৩৯০টি। এই সময়ে শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৩৩৮ জন, সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩২৪ জন এবং মারা গেছেন ২৩০ জন। রিপোর্ট তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, নমুনা পরীক্ষা ৪৭তম সপ্তাহের তুলনায় ৪৮তম সপ্তাহে ০ দশমিক ৩ শতাংশ বেড়েছে। এছাড়া শনাক্ত বেড়েছে ৩ দশমিক ৭৪ শতাংশ, সুস্থতা বেড়েছে ৬ দশমিক ৫৭ শতাংশ এবং মৃত্যু বেড়েছে ২৯ দশমিক ৯৪ শতাংশ।