যশোরে ছুরিকাঘাতে ছিনতাই ঘটনায় আটক ৩

0

স্টাফ রিপোর্টার॥ যশোরে আব্দুল হামিদ (২৮) নামে একজন রিকশাচালককে ছুরিকাঘাতে ছিনতাই ঘটনায় জড়িত যাত্রীবেশী ৩ দুর্বৃত্তকে গত বৃহস্পতিবার রাতে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলার পর শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে। আটক দুর্বৃত্তরা হচ্ছে উপশহর আমতলা বস্তির মৃত আনারুল ইসলাম আনারের ছেলে রিয়াজ হোসেন হৃদয় (২৪) ও আনোয়ার হোসেনের ছেলে শাহীন (২২) এবং সদর উপজেলার বিরামপুর পাগলাদাহ মাঠপাড়ার মজুনর ছেলে বর্তমানে বিরামপুর ভাটাপাড়ায় বাসিন্দা মুন্না (২৪)। ছিনতাইকারীদের কবলে পড়া রিকশাচালক আব্দুল হামিদ সদর উপজেলার চুড়ামনকাটি হঠাৎপাড়ার আবুল হাশেমের ছেলে। স্বজনেরা জানান, গত বৃহস্পতিবার রাত ৭টার দিকে উল্লিখিত ৩ দুর্বৃত্ত শহরের কাঠেরপুল থেকে আব্দুর হামিদের রিকশা ভাড়া করে বাহাদুরপুর যাওয়ার জন্য। পথে কিসমত নওয়াপাড়ার জনৈক রফিকুল ইসলামের চায়ের দোকানের সামনে পৌঁছালে আচমকা তারা তার ওপর চড়াও হয়। তারা তার নিতম্বে ছুরিকাঘাত করে কাছে থাকা সাড়ে ৮শ’ টাকা ছিনিয়ে নেয়। এ সময় আব্দুল হামিদের চিৎকার চেঁচামেচি শুনে টহল পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে রিয়াজ হোসেন হৃদয় নামে এক দুর্বৃত্তকে ছুরিসহ হাতেনাতে আটক করে। তবে অপর দুজন পালিয়ে যায়। পরে পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় আহত রিকশাচালক আব্দুল হামিদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুলিশের একটি সূত্র জানায়, ছিনতাই ঘটনায় অপর দুই দুর্বৃত্ত শাহীন ও মুন্নাকে আলাদা অভিযান চালিয়ে আটক করা হয়েছে। ওই ঘটনায় বৃহস্পতিবার রাতেই কোতয়ালি থানায় মামলা করেছেন আহত আব্দুল হামিদের স্ত্রী সালমা বেগম। শুক্রবার আটক ৩ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।