প্রেমিকার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকির অভিযোগ, প্রেমিক আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে প্রেমিকার ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে অনিন্দ্য সরকার (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার তাকে শহরের পোস্ট অফিসপাড়া থেকে আটক করা হয়। সে কেশবপুর উপজেলার পাজিয়া গ্রামের দ্বীজেন্দ্র নাথ সরকারের ছেলে। বর্তমানে সে যশোর শহরের বেজপাড়ার বাসিন্দা।
অনিন্দ্য সরকারের প্রেমিকার মায়ের অভিযোগ, তার মেয়ের সাথে অনিন্দ্যের এক বছর ধরে প্রেমজ সম্পর্ক চলে আসছে। এরই মধ্যে সে তার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন œস্থানে নিয়ে গোপনে নানা ধরনের আপত্তিকর ছবি তোলে এবং ভিডিও ধারণ করে। এরপর দুই সপ্তাহ আগে অনিন্দ্য তার মেয়ের কাছে ৪০ হাজার টাকা চাঁদা দাবি করে। এই টাকা না দিলে ধারণকৃত ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। মেয়ের কাছ থেকে এ বিষয়টি জানতে পেরে তার মা অনিন্দ্যকে নিবৃত্ত হওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু তা সত্বেও সে এবার মেয়ের মাকে টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। গত বৃহস্পতিবার বিকেলে ফের সে মেয়ের মায়ের কাছে টাকা দাবি করে এবং তাকে টাকা নিয়ে পোস্ট অফিসপাড়ায় যেতে বলে। টাকা দিলে সে তার কাছে থাকা অশ্লীল ভিডিও ডিলিট করে দিবে বলেও জানায়। এরপর ওইদিন সন্ধ্যায় মেয়ের মা পোস্ট অফিসপাড়ায় যায় এবং স্থানীয় লোকজনের সহায়তায় অনিন্দ্যকে আটক করা হয়। খবর পেয়ে কোতয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং আটক অনিন্দ্যকে তাদের হেফাজতে নেয়। পুলিশ জানায়, আটক অনিন্দ্যের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে কোতয়ালি থানায় মামলা করেছেন প্রেমিকার মা।