যশোরে জেলা পরিষদের গাছ চুরির অভিযোগে ১৩ জনের নামে মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার তারাগঞ্জ থেকে জেলা পরিষদের গাছ চুরি ও ১০ লাখ টাকার ক্ষতিসাধনের অভিযোগে শুক্রবার কোতয়ালি থানায় মামলা হয়েছে। ১৩ জনকে আসামি করে মামলাটি করেছেন জেলা পরিষদের সার্ভেয়ার আশরাফ হোসেন।
আসামিরা হচ্ছেন, যশোর শহরের পুরাতন কসবা ঘোষপাড়ার হাবিবুর রহমান, নীলগঞ্জের মৃত শাহাদৎ হোসেনের ছেলে মনিরুজ্জামান খান মুকুল, সদর উপজেলার হামিদপুরের আব্দুল হকের ছেলে খোরশেদ, মনিরামপুর উপজেলার কাশিমনগর গ্রামের শামীম হোসেন, বাঘারপাড়া উপজেলার চাড়াভিটার আব্বাস আলী, সদর উপজেলার সুলতানপুর গ্রামের মিজানুর রহমান, হুগলডাঙ্গা গ্রামের আব্দুল হামিদ মোল্লার ছেলে জাকির হোসেন, দেয়াপাড়া গ্রামের বাবুর ছেলে রনি, আব্দুল জলিল মোল্লার ছেলে রিপন হোসেন, ফরিদ গাজীর ছেলে হানিফ গাজী, হায়দারের ছেলে জীবন, নিমতলা গ্রামের তৈয়ব আলীর ছেলে ইকবাল ও কচুয়া গ্রামের কুরবান আলীর ছেলে জসিম।
বাদী জেলা পরিষদের সার্ভেয়ার আশরাফ হোসেনের অভিযোগ, সদর উপজেলার তারাগঞ্জ বাজার এলাকায় সড়কের দুই পাশে জেলা পরিষদের লাগানো বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। গত ২১ নভেম্বর সকালে খবর পাওয়া যায়, কতিপয় ব্যক্তি চুরি করে সেখানকার গাছ কেটে নিয়ে যাচ্ছেন। এ খবর পেয়ে তিনি (আশরাফ হোসেন) ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, আসামি হাবিবুর রহমান, মনিরুজ্জামান খান পিকুল, খোরশেদ, শামীম হোসেন, আব্বাস আলী, মিজানুর রহমান ও জাকির হোসেন চুরি করে ২০টি মূল্যবান রেন্ট্রিগাছ কাটছেন। এছাড়া তারা আরও ১৯টি রেন্ট্রি ও ৯টি বাবলাগাছ কেটে নিয়ে গেছেন। এ সময় তিনি বাধা দিলে আসামিরা আর গাছ কাটবেন না এবং কেটে ফেলা গাছগুলো নিয়ে যাবেন না বলে অঙ্গীকার করেন। ফলে সার্ভেয়ার আশরাফ হোসেন সেখান থেকে চলে আসেন। কিন্তু এরপর গত ২৪ নভেম্বর খবর পাওয়া যায়, সেখান থেকে ফের চুরি করে গাছ কাটা হচ্ছে। অপর আসামিরা এই গাছ কেটে নিয়ে যাচ্ছে। ফলে বিকেলে জেলা পরিষদের পক্ষ থেকে সেখানে গিয়ে গাছ কাটা কাজে ব্যবহৃত করাত ও দড়ি জব্দ করেন সার্ভেয়ার আশরাফ হোসেন। মামলায় চুরি করে গাছ কেটে নিয়ে যাওয়ায় জেলা পরিষদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে উলেখ করা হয়েছে।