ফুলতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ডিশলাইন কর্মীর মৃত্যু

0

ফুলতলা (খুলনা) অফিস ॥ মোটরসাইকেল দুর্ঘটনার পাঁচ দিন পর ফুলতলার ধোপাখোলা গ্রামের রাসেল মোলা (২১) নামের ডিশ লাইনের কর্মীর মারা গেছেন। তিনি ওই গ্রামের মিজানুর রহমান মোলার ছেলে। পারিবারিক সূত্র জানায়, গত সোমবার বিকেলে রাসেল বন্ধুর মেটরসাইকেল নিয়ে ভুলাপোতা সড়কে ঘুরতে বের হন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনের সাথে ধাক্কা খেয়েমাথায় গুরুতর জখম হন। প্রথমে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি নেয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হলে সকালে তার মৃত্যু হয়।