মোরেলগঞ্জে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে স্কুলফিডিং

0

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা ॥ শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণ ও করোনা পরিস্থিতির কারণে মোরেলগঞ্জে বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হচ্ছে স্কুলফিডিং বিস্কুট। উপজেলায় সকল শিা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও স্কুলফিডিং কর্মসূচি চলমান রয়েছে। এ কর্মসূচির বাস্তবায়নকারী সংস্থা রুরাল বিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের (আরআরএফ) কর্মীরা উপজেলার বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে স্কুল শিার্থীদের হাতে হাতে বিস্কুট তুলে দিচ্ছেন। প্রকল্পের আওতায় উপজেলার ৩০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৪ টি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা রয়েছে। প্রকল্পের ফিল্ড মনিটর তাপস বিশ্বাস,তাসলিমা সুলতানা, পিঝুষ গোস্বামী,সুমন মোল্লা বলেন, উপজেলার সকল শিার্থীর বাড়ি বাড়ি গিয়ে বিস্কুট সরবরাহ করা হচ্ছে । এ কাজে প্রতিটি বিদ্যালয়ের শিক সহযোগিতা করছেন। প্রকল্প সমন্বয়কারী তাপস সাধু ও মনিটরিং অ্যান্ড রিপোর্টিং অফিসার উজ্জল কুমার রায় জানান, উচ্চমতা সম্পন্ন এ বিস্কুট শিশুদের পুষ্টিহীনতা , শিণ মতা বৃদ্ধি এবং স্কুলের প্রতি আগ্রহ বৃদ্ধির পাশাপাশি প্রাথমিক শিার মান উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখতে সম হচ্ছে।