বেতন বৈষম্যের প্রতিবাদে ঝিনাইদহে স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি, সেবা বন্ধ

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ সরকারি চাকরিতে বঞ্চনা, অবহেলা ও বৈষম্যের প্রতিবাদে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শকরা দেশব্যাপী কর্মবিরতি শুরু করেছেন। গত ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে দাবি আদায় না হওয়া পর্যন্ত। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে স্বাস্থ্যকর্মীরা দিনব্যাপী কর্মবিরতিতে অংশ নেন। এ কারণে ইপিআই টিকাদানসহ সকল স্বাস্থ্যসেবা বন্ধ হয়ে যায়।
সংগঠনের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম জোয়ার্দ্দারের নেতৃত্বে কর্মবিরতিতে স্বাস্থ্য পরিদর্শক দেলোয়ার হোসেন দিনার, নাজিম উদ্দিন জোয়ার্দ্দার, প্রকাশ চন্দ্র শর্মা, শামীম আহম্মেদ বাবু, অর্চনা শর্মা, জাহানারা খাতুন, আবু জাফর, জয়দেব,রাকিব, শামীমা সুলতানা,তানজীর আক্তার, নাজমা আক্তার, জিনাত রেহানাসহ কর্মরত স্বাস্থ্য সহকারীরা অঙশ নেন। আন্দোলনে অংশগ্রহণকারীরা বলেন, চাকরির শুরু থেকে অবহেলিত, বঞ্চিত ও চরম বৈষম্যের শিকার হচ্ছি আমরা। অথচ টিকাদান কর্মসূচিতে বাংলাদেশ বিশ্বের যে রোল মডেল তা আমাদেরই কারণে। শুধু টিকাদানে সাফল্য নয় আমরা অর্জন করেছি মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমানো, পোলিও, গুটি বসন্ত, হেপাটাইটিস মুক্ত বাংলাদেশ, যক্ষা নিয়ন্ত্রণ, হাম-রুবেলা নিয়ন্ত্রণে বিশেষ স্বীকৃতি, নিউমোনিয়া, ম্যালেরিয়া নিয়ন্ত্রণ, ধনুষ্টঙ্কার মুক্ত বাংলাদেশের পুরস্কার অর্জন। এরপরও আমাদের বেতন বৈষম্য ও বঞ্চনার নিরসন হয়নি।