আজ যশোর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন #১৩ পদে ২৬ প্রার্থী, ভোটার ৪৭৪

0

মাসুদ রানা বাবু ॥ রাত পোহালেই যশোর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনকে কেন্দ্র করে যশোরের আদালতপাড়া সেজেছে বর্ণাঢ্য সাজে। বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে করা হবে। এবারের নির্বাচনে ১৩টি পদের বিপরীতে বিএনপি, আওয়ামী সমর্থিত প্যানেল এবং গণতান্ত্রিক আইনজীবী সমিতির মিছিলে মোট ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী প্রচারণায় এগিয়ে আছেন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা। প্রচারণার প্রথম দিন থেকে শেষদিন পর্যন্ত এই প্যানেলের প্রার্থীরা ভোটের মাঠে সরব ছিলেন। তারা ভোটারদের দ্বারে দ্বারে যান এবং ব্যাপক গণসংযোগ করেন। প্রার্থীর বলছেন, সাধারণ ভোটাররা তাদের ব্যাপক সমর্থন জানিয়েছেন। প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী এম,এ গফুর সাতবার বিপুল ভোটে জয়ী হয়ে আইনজীবীদের জন্যে অনেক কাজ করেছেন। সভাপতি প্রার্থী আরএম মঈনুল হক খান ময়না। ভোটের মাঠে প্রথম হলেও অনেক জনপ্রিয়। সাধারণ ভোটাররা তাকেও সমর্থন জানিয়েছেন। এ কারণে তারা বিজয়ের ব্যাপারে আশাবাদী। বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা হলেন, সভাপতি পদে আর,এম মঈনুল হক খান ময়না, সাধারণ সম্পাদক পদে এমএ গফুর, দুই সহসভাপতি পদে মনজুর কাদের আশিক ও এম এ লতিফ, যুগ্ম সম্পাদক পদে আশেক মাসুক পাকুনদী সুমন, দুই সহকারী সম্পাদক পদে মাধবেন্দ্র অধিকারী ও কাজী সলিম রেজা ময়না ও গ্রন্থাগার সম্পাদক পদে নুরুজ্জামান খাঁন। পাঁচ কার্যনির্বাহী সদস্য পদে মাহমুদা খানম, শাহিনা খানম লিলি, মোঃ রুহিন বালুজ ও সেলিম রেজা। অপরদিকে আওয়ামীলীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদসহ মহাজোটের প্রার্থীরা হলেন, সভাপতি পদে কাজী আব্দুল কাদির, সাধারণ সম্পাদক পদে শাহানুর আলম শাহীন, দুই সহসভাপতি পদে খন্দকার মোয়াজ্জেম হোসেন মুকুল ও জিএম আবু মুছা, যুগ্ম সম্পাদক পদে আবুল কায়েস, দুই সহকারী সম্পাদক পদে অহিদুল ইসলাম সুইট ও মোঃ নাসির উদ্দিন, গ্রন্থাগার সম্পাদক পদে শহিদুল ইসলাম। পাঁচটি কার্যনির্বাহী সম্পাদক পদে আব্দুল্লাহ আল মাসুদ, নব কুমার কুণ্ডু, মোঃ রেজাউর রহমান, মোঃ আরিফ শাহরিয়ার ও উদয়ন বিশ্বাস। গণতান্ত্রিক আইনজীবী সমিতি থেকে শুধুমাত্র সভাপতি পদে কাজী ফরিদুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ৪৭৪ ভোটার তাদের ভোটারধিকার প্রয়োগ করবেন।