আজো কুয়াশা-মেঘময় দিন

0

স্টাফ রিপোর্টার ॥ আজ এবং আগামীকাল মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে। ফলে দিনের বেশিরভাগ সময় কুয়াশাচ্ছন্ন থাকতে পারে বলে জানিয়েছে যশোর বিমানবাহিনীর নিয়ন্ত্রিত আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবারের মতো শুক্রবারেও তাপমাত্রা একইভাবে বিরাজ করতে পারে।
এদিকে, ঘূর্ণিঝড় ‘নিভার’ এর প্রভাবে মেঘলা আকাশ হলেও যশোরাঞ্চলে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। গতকাল বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৬ দশমিক ৭ ডিগ্রি। বাতাসের আর্দ্রতা সর্বনিম্ন ৫৮ শতাংশে ও সর্বোচ্চ ৯৬ শতাংশ। ফলে, বেশিরভাগ সময় আবহাওয়া শুষ্ক ছিল। বৃহস্পতিবার দৃষ্টিসীমা সর্বনিম্ন ছিল ৭শ’ মিটার এবং সর্বোচ্চ আড়াই কিলোমিটার। দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা মিলবে না। তাছাড়া ভোররাত থেকে সকাল ১০টা পর্যন্ত কুয়াশার ঘনত্ব বেশি থাকতে পারে। শুক্রবার ও শনিবার একই রকম আবহাওয়া থাকতে পারে, তবে শনিবার দুপুরের পর থেকে মেঘলা অবস্থা কেটে যেতে পারে। এ সময় তাপমাত্রা সর্বনিম্ন ১৪ ডিগ্রি পর্যন্ত হতে পারে।