মেসি-রোনালদোর কাছে তিনি ‘চিরন্তন’

0

লোকসমাজ ডেস্ক॥ তখনও নিজের পরিচয় তৈরি করতে পারেননি তিনি। সবে তো ফুটবলে পা রেখেছেন। ফুটবল দুনিয়ায় সে সময় আলোচনায় এসেছিলেন অন্য পরিচয়ে- ‘নতুন ম্যারাডোনা’ নামে। বলা হচ্ছে লিওনেল মেসির কথা। ম্যারাডোনা নিজেও মুগ্ধ ছিলেন বার্সেলোনা ফরোয়ার্ডের ফুটবলে। তার অধীনে আর্জেন্টিনার জার্সিতে খেলেছেনও মেসি। সেই ফুটবল কিংবদন্তির মৃত্যু শোক সাগরে ভাসিয়ে নিচ্ছে মেসিকে। তার প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোকেও ছুঁয়ে গেছে ম্যারাডোনার চিরবিদায়। বুধবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে না ফেরার দেশে চলে গেছেন ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে প্রায় একাই বিশ্বকাপ জেতানো ম্যারাডোনা। মাত্র দুই সপ্তাহ আগেই মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছিল তার। হাসপাতাল ছেড়ে ফিরেছিলেন নিজ বাড়িতে। কে জানতো, পৃথিবীতে তার জন্য অপেক্ষা করছিল আর কয়েকটা দিন। মাত্র ৬০ ‍বছর বয়সে কোটি ফুটবলভক্তকে কাঁদিয়ে অন্য পারের বাসিন্দা হলেন বাঁ পায়ে অসংখ্য মুহূর্তের জন্ম দেওয়া ফুটবল ঈশ্বর।
তার মৃত্যুতে শোকার্ত মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে আর্জেন্টাইন অধিনায়ক লিখেছেন, ‘আর্জেন্টিনা ও ফুটবলের জন্য ভীষণ দুঃখের দিন। ডিয়েগো আমাদের ছেড়ে চলে গেছেন, তবে তার বিদায় নেই, কারণ ডিয়েগো চিরন্তন। তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে পড়ছে। তার পরিবার ও বন্ধুদের প্রতি আমার গভীর সমবেদনা। ভালো থাকবেন।’ পর্তুগিজ তারকা রোনালদোর সঙ্গে সখ্যতা ছিল ম্যারাডোনার। তার চলে যাওয়া মানতে পারছেন না জুভেন্টাস উইঙ্গার, ‘আজ আমি এক বন্ধুকে বিদায় জানাচ্ছি, আর পৃথিবী বিদায় জানাচ্ছে চিরন্তন এক জিনিয়াসকে। তিনি ছিলেন সর্বকালের অন্যতম সেরা। খুব অকালে চলে গেলেন তিনি, কিন্তু রেখে গেলেন তার অপরিসীম কীর্তি, আর বিশাল একটা শূন্যস্থান। ভালো থাকবেন, আপনাকে কখনও ভুলবো না।’ ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা তরুণ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে নিজের টুইটার অ্যাকাউন্টে ম্যারাডোনার একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘শান্তিতে ঘুমান কিংবদন্তি। বিশ্বকে মন্ত্রমুগ্ধ করে যাওয়ার জন্য ধন্যবাদ।’