মনিরামপুর হাজরাকাটি স্কুলে ১৩ লাখ টাকায় শিক্ষক নিয়োগের অভিযোগ

0

ওসমান গণি, রাজগঞ্জ (যশোর) ॥ যশোরের মনিরামপুর উপজেলার মশি^মনগর ইউনিয়নের হাজরাকাটি মাধ্যমিক বিদ্যালয়ে মোটা অংকের টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগের অভিযোগ উঠেছে। অভিযোগে জানা গেছে, হাজরাকাটি মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাসান আলী ও প্রধান শিক্ষক কওছার আলী। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হয়েছে গত ২৯ অক্টোবর। এর আগে তড়িঘড়ি করে গত ৯ অক্টোবর যশোর জিলা স্কুলে গোপনে নিয়োগ বোর্ড বসানো হয়। যেখানে ১৩ লাখ টাকার বিনিময়ে মশি^মনগর ইউনিয়নের পারখাজুরা গ্রামের লালমিয়ার পুত্র মো. সাইফুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে কমিটির সদস্যরা গত ২২ নভেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে লিখিত অভিযোগ দেন। অভিযোগকারী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুর রহমান, শিক্ষক প্রতিনিধি আরশাফ হোসেন, খলিলুর রহমান এবং অভিভাবক সদস্য আব্দুল গণি, মাছুরা খাতুনসহ অন্যরা জানান, ‘সভাপতি ও প্রধান শিক্ষক মিলে আমাদেরকে না জানিয়ে ১৩ লাখ টাকার বিনিময়ে গোপনে নিয়োগ দিয়ে টাকা পকেটস্থ করেছেন।’ তবে প্রধান শিক্ষক কওছার আলী জানান, ৯ অক্টোবর নয়, ১৫ অক্টোবর নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বলেন, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোরাম পূরণ হওয়ায় কমিটির অন্য সদস্যদের জানানো হয়নি। সাবেক সভাপতি হাসান আলী জানান, প্রধান শিক্ষক ও সভাপতি ঠিক থাকলে নিয়োগের কোন সমস্যা হয় না। হাজার অভিযোগ দিলেও তার কোন গুরুত্ব হবে না। তিনি অর্থ নেওয়ার কথা অস্বীকার করেন।