ঝিকরগাছায় কর্মজীবী মহিলাদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় উপকারভোগীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ শুরু হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে এ উপলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস-চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার সুলতানা। ৪৭৫ জন উপকারভোগীর মধ্যে করোনা পরিস্থিতির কারণে এদিন ৫০ জনকে স্যালাইন, সাবান, দুধ, বিস্কুট বিতরণ করা হয়। প্রতিদিন ৫০ জন করে উপকারভোগীর মাঝে এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হবে বলে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার সুলতানা জানিয়েছেন।