তালায় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে উত্তরণের ত্রাণ সহায়তা বিতরণ

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ করোনা ভাইরাসে মোকাবেলায় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জরুরি ত্রাণ সহায়তা প্রদান করেছে জেলার তালায় বেসরকারি সংস্থা উত্তরণ। মঙ্গলবার সকালে স্থানীয় বি.দে সরকারি স্কুলের পুরাতন মাঠে ইউনাইটেড ওয়ে ও লিনডে কোম্পানির সহযোগিতায় সদর ইউনিয়নের বিধবা, স্বামী পরিত্যক্তা ও অসহায় ৯০ পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন। এ সময় সংস্থার পরিচালক শহিদুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ডেপুটি কমান্ডার মো. আলাউদ্দীন জোয়ার্দ্দার, সংস্থার প্রকল্প সমন্বয়কারী জাহিদ আমিন শাশ^ত প্রমুখ উপস্থিত ছিলেন। সংস্থার প থেকে জানানো হয় তালা ইউনিয়নের ৫শ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হবে। এর মধ্যে এ পর্যন্ত ৩শ পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হয়েছে। ত্রাণের প্রতিটি প্যাকেজে ২০ কেজি চাল, ৫ কেজি মসুর ডাল, ৩ লিটার সয়াবিন তেল, ২ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ কেজি ডিটারজেন্ট পাউডার, ৩ পিস সাবান, ২ প্যাকেট স্যানিটারি ন্যাপকিন, ১০ টি সার্জিক্যাল মাস্ক, ১০ টি কাপড়ের মাস্ক ও ২০ লিটারের একটি ঢাকনাসহ বালতি বিতরণ করা হয়।