কলারোয়ার মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন

0

সাতক্ষীরা সংবাদদাতা ॥ সাতক্ষীরা জেলা প্রশাসকের প্রতিবেদনে প্রমাণিত হওয়ার পরও কলারোয়ার কুশোডাঙ্গা ইলাহী বক্স দাখিল মাদ্রাসার শিক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মাদ্রাসার এক বিদ্যুৎসাহী সদস্য। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসকাবের আব্দুুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলারোয়ার কুশোডাঙ্গার মৃত আজিজ মুফতির ছেলে মো. জাহাঙ্গীর হোসেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, কুশোডাঙ্গা এলাহী বক্স দাখিল মাদরাসার বিপিএড শিক্ষক রফিকুল ইসলাম প্রাইভেট পড়ানোর নামে একাধিক ছাত্রীর সাথে কৌশলে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হন। এ ধরনের একটি অভিযোগে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করলে তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। তদন্তে শিক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপের বিষয়টি প্রমাণিত হয়। এরই প্রেক্ষিতে গত ১৭ ডিসেম্বর ২০১৯ তারিখে ০৫. ৪৪. ৮৭০০. ০১৭. ২২. ০০১. ১৮৪৫৭ নম্বর স্মারকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি পত্র পাঠানো হয়। সেখানে সাতক্ষীরা জেলা প্রশাসক ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগটি সঠিক উল্লেখ করে মাদ্রাসার শৃঙ্খলা রক্ষাসহ সার্বিক কল্যাণে তাকে মাদ্রাসা থেকে অপসারণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আনুসাঙ্গিক কাগজপত্রাদি প্রেরণ করেন। কিন্তু এখনো তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর হোসেন শিক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।