মনিরামপুরে ব্যবসায়ীর বাড়িতে হামলা ছয় বছর পর তিন আসামি আটক

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ যশোরের মনিরামপুরে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা ও মারপিটের ঘটনার ছয় বছর পর পুলিশ তিন আসামিকে গ্রেফতার করেছে। সোমবার গভীর রাতে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। এরা হলো উপজেলার রোহিতা ইউনিয়নের সরসকাঠি গ্রামের নূরুল বিশ্বাসের ছেলে মিন্টু হোসেন, মৃত কেয়া বিশ্বাষের ছেলে জাহাতাপ হোসেন এবং রবিউল ইসলামের ছেলে মজনু হোসেন।
জানাযায়, উপজেলার সরসকাঠি গ্রামের ব্যবসায়ী আলতাফ হোসেন এবং নূরুল বিশ্বাসের মধ্যে জমাজমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছে। এরই ধারাবাহিকতার অংশ হিসেবে ২০১৪ সালের ৩ জুলাই সন্ধ্যার দিকে নুরুল ইসলামের ছেলে মিন্টু হোসেনের নেতৃত্বে মজনু, জাহাতাপসহ ৮/৯ জন লাঠিসোটা রড এবং ধারালো অস্ত্র নিয়ে প্রতিপক্ষ ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে। এতে আলতাফ হোসেন ও তার ছেলে আলী হোসেন, ছোট ভাইয়ের স্ত্রী আকলিমা খাতুনসহ ৬ জন আহত হয়। এ ঘটনায় আহত আলতাফ হোসেন বাদি হয়ে মিন্টু, জাহাতাপ, মজনুসহ আট জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। আদালত ইতিমধ্যে সব আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মনিরামপুর থানার ওসি (সার্বিক) রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে আটক করে। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে চালান দেয়া হয়।