কলারোয়ায় ৮ দলীয় ফুটবলে নাসির উদ্দিন একাদশ ফাইনালে

0

কলারোয়া (সাতীরা) সংবাদদাতা ॥ সাতীরা কলারোয়ার চন্দনপুরে মুজিব বর্ষ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে চন্দনপুরের নাসির উদ্দিন ফুটবল একাদশ। মঙ্গলবার বিকেলে চন্দনপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনাল খেলায় তারা শার্শার গোগা ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে জয় ছিনিয়ে নেয়। খেলায় প্রথমার্ধের ১৩ মিনিটে চন্দনপুর নাসির উদ্দিন ফুটবল একাদশের এনামুল একমাত্র জয়সূচক গোলটি করেন। বিরতির পর দ্বিতীয়ার্ধে গোগা ফুটবল একাদশ গোলের জন্য মরিয়া হয়ে খেলেও সুফল আসেনি। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন নাছির উদ্দিন। সহকারী রেফারি ছিলেন মাসউদ পারভেজ মিলন ও মিয়া ফারুক হোসেন স্বপন।