চুয়াডাঙ্গার বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সোয়া ১২টায় সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্ণেল জিয়া শাহাদৎ খান এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারতের নদীয়া জেলার কৃষ্ণনগর সেক্টর কমান্ডার ডিআইজি কর্নেল শ্রী প্রমোদ কুমার আনন্দ। বিজিবির ১১জন এবং বিএসএফের ১০জন কর্মকর্তা এ সম্মেলনে অংশ নেন। সম্মেলনে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধ, মাদক চোরাচালান প্রতিরোধ, নারী-শিশু পাচার রোধ, দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক আরো জোরদার করা, নিয়মিত যৌথটহল করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।