আন্তর্জাতিক সংবাদ

0

অবশেষে ‘পরাজয়’ মেনে নিলেন ট্রাম্প
লোকসমাজ ডেস্ক॥আনুষ্ঠানিকভাবে মতা হস্তান্তরের বিষয়টি মেনে নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণে জো বাইডেনের জন্য আর কোনো বাধা থাকল না। কাতারভিত্তিক আলজাজিরা জানায়, ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে অন্যতম ব্যাটলগ্রাউন্ড মিশিগানে আনুষ্ঠানিক ফলাফলে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেনের কাছে হারেন ট্রাম্প। এর অল্প সময়ের মধ্যে মতা হস্তান্তরের জন্য আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর জন্য ফেডারেল এজেন্সিকে আহ্বান জানান তিনি। সরাসরি না বললেও এর মাধ্যমে বাইডেনের কাছে তিনি পরাজয়ই মেনে নিলেন। ফেডারেল এজেন্সি জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন (জিএস) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মতা হস্তান্তরের প্রক্রিয়া তদারকি করে থাকে। ‘যা করা দরকার তা করতে হবে’ বলে সোমবার জিএসকে প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়। জিএস জানায়, প্রেসিডেন্টের এ নির্দেশনার মাধ্যমে নির্বাচনে বাইডেন ‘বিজয়ী’ বলে প্রতীয়মান হলো। মিশিগানের আগে আরেক ব্যাটলগ্রাউন্ড জর্জিয়ার আনুষ্ঠানিক ফলাফলও ট্রাম্পের বিপে যায়। এরপর পেনসিলভানিয়ার আদালতও তাকে হতাশ করে। কারচুপির অভিযোগে অঙ্গরাজ্যটির ডাকযোগে ভোট বাতিলের আবেদন করেছিল রিপাবলিকান শিবির, যা আদালতে খারিজ হয়ে যায়। এদিকে মতা হস্তান্তরের শুরুর প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছে বাইডেনের টিম। ২০ জানুয়ারি আগামী চার বছরের জন্য পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক শপথ নেবেন তিনি। এক বিবৃতিতে বাইডেন টিম জানায়, ‘ফেডারেল এজেন্সিগুলো নিয়ে মতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করতে প্রশাসনিক পদপে একটি চূড়ান্ত সিদ্ধাš।’ তারা আরও বলে, ‘মহামারিকে নিয়ন্ত্রণে আনা এবং অর্থনীতিকে আগের গতিতে ফিরিয়ে আনাসহ আমাদের জাতির সামনে যে চ্যালেঞ্জ রয়েছে তা মোকাবিলা করার জন্য আজকের সিদ্ধান্তটি ছিল গুরুত্বপূর্ণ পদপে।’

বিল গেটসকে টপকে বিশ্বের দ্বিতীয় ধনী ইলন মাস্ক
লোকসমাজ ডেস্ক॥ মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসে টপকে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় দ্বিতীয় ব্যক্তি এখন টেসলা প্রধান ইলন মাস্ক। প্রথম স্থানে আছেন অ্যামাজন প্রধান জেফ বেজোস। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের বরাত দিয়ে এ খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে টপকে গিয়েছিলেন আগেই। বিশ্বের তৃতীয় ধনকুবেরের জায়গাটা এ বছরেই দখলে নেন মাস্ক। এবার বিল গেটসকেও পেছনে ফেলে দিলেন তিনি। সম্পত্তির হিসাবে বিশ্বের দ্বিতীয় ধনি ব্যক্তিত্ব বিল গেটসকে হারিয়ে দিয়েছেন মাস্ক। ৭০০ কোটি ডলার থেকে তার সম্পত্তির পরিমাণ এখন ১২ হাজার ৭৯০ কোটি ডলার। এ বছরেই ১০ হাজার কোটি ডলার সম্পত্তি বেড়েছে মাস্কের। মোট সম্পত্তির বিচারে বিশ্বের ৫০০ জন ধনী ব্যক্তির তালিকা প্রকাশ করে ব্লুমবার্গ। আশ্চর্যের ব্যাপার হলো, জানুয়ারিতে মাস্ক ছিলেন ৩৫তম স্থানে। সেখান থেকে গত সেপ্টেম্বরে প্রথম পাঁচে শুধু নয়, ফেসবুক প্রধানকেও পেছনে ফেলেন তিনি। নভেম্বরে এসে টপকালেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতাকেও।
বিশেষজ্ঞরা বলছেন, এ বছরে টেসলার শেয়ার দর বেড়েছে উল্কার গতিতে। বৃদ্ধি হয়েছে প্রায় ৪৭৫ শতাংশ। তাই গেটসকেও টপকে গিয়েছেন তিনি। বিশ্বের ধনীতম ব্যক্তি এখন অ্যামাজন প্রধান জেফ বেজোস। অথচ এ সময় এই জায়গা ছিলেন গেটস। গত বছরও আন্তর্জাতিক ফোর্বস পত্রিকার তালিকায় বেজোসকে পেছনে ফেলে বিশ্বের ধনীতম ব্যবসায়ী ঘোষিত হয়েছিলেন তিনি। ১৯৯৫ থেকে ২০১৭ পর্যন্ত একটানা ফোর্বসের তালিকায় শীর্ষস্থানটি ধরে রেখেছিলেন বিল গেটস। ২০১৮ সালে তাকে সিংহাসনচ্যুত করেন বেজোসই। মিলিয়নিয়ার থেকে ট্রিলিয়নিয়রের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন গেটস। ২০০৬ সালে গেটসের মোট সম্পত্তির পরিমাণ ছিল ৫০ বিলিয়ন বা পাঁচ হাজার কোটি ডলার। ২০১৬ সালে শেষে সেই সম্পত্তি গিয়ে দাঁড়ায় ৭৫ বিলিয়ন বা সাড়ে সাত হাজার কোটি ডলারের কাছাকাছি। তবে নিজের ফাউন্ডেশনকে বিপুল পরিমাণ অর্থ অনুদান দেন গেটস। এ বছর কভিড গবেষণা ও ভ্যাকসিন বিতরণের জন্যও প্রচুর অর্থ অনুদান দিয়েছেন গেটস।

বিশ্বের সবচেয়ে বড় গ্লাভস কোম্পানির ২৫০০ কর্মী করোনা আক্রান্ত
লোকসমাজ ডেস্ক॥ করোনা মোকাবিলায় বিশ্বজুড়ে গ্লাভস সরবরাহ করে যাচ্ছিল লেটেক্স। এখন কোম্পানিটির প্রায় আড়াই হাজার কর্মী করোনায় আক্রান্ত। মালয়েশিয়ার কোম্পানিটি বিশ্বের সবচেয়ে বেশি গ্লাভস প্রস্তুত করে থাকে। এখন করোনা সংক্রমণ তাদের কারখানায় ঢুকে যাওয়ায় ব্যাহত হচ্ছে গ্লাভস উৎপাদনে। বিবিসি জানায়, সংক্রমণ রোধে ২৮টি যা কোম্পানিটির অর্ধেকেরও বেশি কারখানা বন্ধ করে দিচ্ছে লেটেক্স। করোনা মোকাবিলায় বিশ্বজুড়ে স্বাস্থ্য সুরা সামগ্রীর (পিপিই) চাহিদা মিটিয়ে এ বছর রেকর্ড লাভ করে মালয়েশীয় কোম্পানিটি। তবে কারখানা বন্ধের ঘোষণায় মঙ্গলবার লেটেক্সের শেয়ার ৭.৫ শতাংশ পড়ে গেছে। মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শীর্ষ গ্লাভস কোম্পানিটির কারখানা এবং এর কর্মীদের ডরমিটরির এলাকায় করোনা সংক্রমণ বেড়ে গিয়েছে। লেটেক্সের ৫ হাজার ৮০০ কর্মীকে করোনা পরীা করা হয়। তাদের মধ্যে ২ হাজার ৪৫৩ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয় বলে মন্ত্রণালয় জানায়। আক্রান্ত কর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মালয়েশিয়ায় গ্লাভস কোম্পানিটি ৪১ কারখানা চালু করে, যার কর্মীরা অধিকাংশই নেপালের নাগরিক। ডরমিটরিতে গাদাগাদি করে তাদের থাকতে হয়।