আশালীন আচরণের প্রতিবাদ করায় বাড়িওয়ালা কুপিয়েছে ভাড়াটে নারীকে

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরতলীর খোলাডাঙ্গায় সোমবার সকালে অশালীন আচরণের প্রতিবাদ করায় বখাটে বাড়িওয়ালার হামলায় রিতু বেগম (৪০) নামে এক নারী জখম হয়েছেন। তাকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা টোকন (৩৮) নামে ওই বখাটেকে ধরে পুলিশে দিয়েছেন। তিনি খোলাডাঙ্গা মুন্সীপাড়ার মাহাবুর রহমান মবুর ছেলে। সদর উপজেলার নরেন্দ্রপুর মিস্ত্রির পাড়ার মৃত সেলিম বিশ্বাসের ছেলে বর্তমানে খোলাডাঙ্গা মুন্সীপাড়ার বাসিন্দা মো. রানার অভিযোগ, তারা আসামি টোকনের বাড়িতে ভাড়া থাকেন। কিন্তু টোকনের স্বভাব চরিত্র ভালো না। তিনি এলাকার বিভিন্ন নারীদের উত্ত্যক্ত করা ছাড়াও কুপ্রস্তাব দিয়ে থাকেন। এ কারণে এলাকার লোকজন তার ওপর ক্ষিপ্ত। সোমবার সকাল ৬টার দিকে তার স্ত্রী রিতু বেগম ঘুম থেকে ওঠার পর বাসার সামনে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছিলেন। এ সময় টোকন সেখানে গিয়ে তার সাথে কুরুচিপূর্ণ কথাবার্ত বলতে থাকেন। রিতু বেগম তাকে সংযত হয়ে কথা বলতে বলেন। এ নিয়ে দু জনের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে টোকন তাকে এলোপাতাড়ি মারপিট করেন। এছাড়া বটি এনে তাকে কুপিয়ে জখম করেন। ওই সময় রিতু বেগমের চিৎকার চেঁচামেচি শুনে বাদী মো. রানাসহ আশেপাশের লোকজন ছুটে গিয়ে টোকনকে আটক করেন। তবে পালানোর চেষ্টাকালে পড়ে ইটের সাথে আঘাত লেগে টোকন কিছুটা আহত হন। অপর একটি সূত্র জানায়, টোকনকে মারপিট করে পুলিশে দেয়া হয়েছে। পুলিশ জানায়, রিতু বেগমকে কুপিয়ে জখম ও তার শ্লীলতাহানির ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। রিতু বেগমের স্বামী মো. রানা মামলাটি করেন।