মনিরামপুরে বিশিষ্ট ব্যবসায়ী মজিদ গাজীর ইন্তিকাল

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ যশোরের মনিরামপুর পৌর শহরের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আবদুল মজিদ গাজী ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে পৌরশহরের নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত দেড়টার দিকে তিনি শেষ নিশ্বাষ ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৪ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার দুপুরে জানাজা নামাজ শেষে পৌরশহরের কামালপুরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। আবদুল মজিদ গাজী কামালপুর এলাকার প্রয়াত হাজী হাজের আলী গাজীর ছেলে। তার মৃত্যুর খবর পেয়ে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ তার বাড়িতে যান। এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী শফিয়ার রহমান জানান, আবদুল মজিদ গাজীর মৃত্যুতে বাজার ব্যবসায়ী সিমিতির পক্ষ থেকে সোমবার দুপুরে দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত পৌরশহরের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।