ডুমুরিয়ায় অবৈধ পলিথিনের কারখানা সিলগালা, লাখ টাকা জরিমানা

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ ডুমুরিয়ায় অবৈধ পলিথিনের কারখানা সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে কারখানার ম্যানেজারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কারখানার বাইরে রহিমা রাইস মিলের সাইনবোর্ড লাগিয়ে অবৈধ পলিথিন উৎপাদনের কারখানা চালু রয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সেখানে র‌্যাব অভিযান চালায়। অভিযান পরিচালনা করেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. সঞ্জীব দাশের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ অধিদফতর এবং অন্য কোনো উপযুক্ত কর্তৃপরে ছাড়পত্র ছাড়াই চলছিল কারখানাটি। এই অপরাধে ভ্রাম্যমাণ আদালত কারখানার ম্যানেজার ডুমুরিয়া উপজেলার বিল পাটিলা গ্রামের বাসিন্দা শিশির হোসেন মুন্নাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রায় ১ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ এবং কারখানাটি সিলগালা করা হয়।