তেলিগাতী বাইপাসে সরকারি গাছ কাটার ঘটনার৪ দিনেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি

0

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ নগরীর আড়ংঘাটা থানাধীন তেলীগাতি বাইপাস সড়ের পাশ থেকে সরকারি গাছ কাটার ঘটনায় সড়ক ও জনপদ বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গাছ কাটার সময় স্থানীয় জনতা, সাংবাদিক, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হাতেনাতে ধরে ফেলার চার দিন অতিবাহিত হলেও অভিযুক্তদের বিরুদ্ধে এখন কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এঘটনায় স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে ঘটনাকে ধামাচাপা দিতে একটি মহল ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। জনতা ব্যাংক খুলনার নুরনগর শাখার সিনিয়র অফিসার শেখ জাহিদ ইকবালের নেতৃত্বে গত শুক্রবার সকালে তেলিগাতী বাইপাস সড়কের পাশের সরকারি গাছ কাটেন তেলিগাতী গ্রামের উজ্জল মোল্যা। এ সময় স্থানীয় জনতা সাংবাদিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে বনবিভাগের কর্মকর্তা, সাংবাদিক দেখে গাছ কাটা বন্ধ করে ও কাটা গাছগুলো সরিয়ে ফেলে। পরবর্তিতে সরিয়ে ফেলা গাছের অংশ বিশেষ উদ্ধার করে বনবিভাগ। সরকারি গাছ কাটা উজ্ঝল মোল্যা জানান, তিনি পেশায় একজন দিনমুজুর জাহিদ ইকবাল উপস্থিত থেকে আমাকে ৫শ টাকা দিয়ে গাছ গুলো কাটতে বলে। আমি সরকারি গাছ কাটতে না চাইলে তিনি বলেন এখানে পুলিশকে বলা আছে গাছ কাটলে কিছু হবে না। এদিকে সরকারি গাছ কাটার চার দিন অতিবাহিত হলেও অভিযুক্তদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ না করায় বিষয়টি নিয়ে প্রশাসনের এবং সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের বৃক্ষ পালন বিট সহকারী গোবিন্দ গাইন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে গাছ কাটার সত্যতা পাওয়া গেছে। বিষয়টি সাথে সাথে আমার উর্ধতন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।