পাকিস্তানি পেসারের জায়গা নিলেন স্টেইন

0

লোকসমাজ ডেস্ক॥ ক্রিস গেইল, লাসিথ মালিঙ্গা, ডেভিড মিলার, ফাফ ডু প্লেসিস, ডেভিড মালানরা নিজেদের নাম প্রত্যাহার করে নেয়ায় বিশ্বমানের তারকা খেলোয়াড়ের অভাবে ভুগছিল লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) ক্রিকেটের প্রথম আসর। সবেধন নীলমণি হিসেবে ছিলেন ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এবার একপ্রকার সুখবরই পেল টুর্নামেন্টটি। পাকিস্তানি পেসার সোহেল তানভীর টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায়, এলপিএলে নাম লিখিয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেইন। এলপিএলের প্রথম আসরে ক্যান্ডি তাস্কার্সের হয়ে খেলবেন ৩৭ বছর বয়সী এ পেসার।
গত এক সপ্তাহে বেশ ঝামেলার মধ্য দিয়েই যেতে হয়েছে ক্যান্ডি তাস্কার্সকে। ইনজুরি থাকায় নিজের নাম সরিয়ে নিয়েছেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় শঙ্কায় পড়ে গেছেন পাকিস্তানি পেসার সোহেল তানভীরও। এখন ১৪ দিনের আইসোলেশনের রয়েছেন তানভীর। এরপর করোনা নেগেটিভ এলেই কেবল টুর্নামেন্টে যোগ দিতে পারবেন তিনি। তবে তার আগেই তানভীরের বিকল্প পেসার হিসেবে দক্ষিণ আফ্রিকান তারকা ডেল স্টেইনকে দলে ভেড়াল ক্যান্ডি তাস্কার্স। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দলটির পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে। আগামী ২৬ নভেম্বর টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ক্যান্ডি তাস্কার্স। বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের কারণে শুরুর কয়েক ম্যাচ খেলতে পারবেন না স্টেইন। কবে মাঠে নামতে পারবেন তিনি, তা জানা নেই ক্যান্ডি তাস্কার্সেরও। তবে স্টেইনের সাম্প্রতিক ফর্ম খুব একটা আশা জাগানিয়া নয়। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে সবশেষ আইপিএলে মাত্র তিনটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি। যেখানে ওভারপ্রতি ১২ রান করে খরচ করেছেন, উইকেট নিতে পেরেছেন মাত্র একটি। এবার এলপিএলে ক্যান্ডি তাস্কার্সে নুয়ান প্রদীপ, নবীন উল হক, মুনাফ প্যাটেল এবং ইরফান পাঠানের সঙ্গে পেস বোলিং ডিপার্টমেন্ট সামাল দেবেন স্টেইন।