শংকরপুরের চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব কারাগারে

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের শংকরপুর পশু হাসপাতাল এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি কাজী রাকিব ওরফে ভাইপো রাকিব রবিবার আদালতে আত্মসমর্পণ করেছে। এ সময় আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সন্ত্রাসী ভাইপো রাকিব শংকরপুর পশু হাসপাতাল এলাকার কাজী তৌহিদের ছেলে। রবিবার সে চাঁদাবাজি ও হত্যা প্রচেষ্টার একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে। এ সময় আদালতের বিচারক তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। উল্লেখ্য, চাঁচড়া রায়পাড়ার বাসিন্দা মশিয়ার রহমান খোকনের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসী ভাইপো রাকিবসহ তার সহযোগীরা। কিন্তু চাঁদা না পেয়ে গত ৫ সেপ্টেম্বর দুপুরে শংকরপুরে মশিয়ার রহমান খোকনের ছেলে জুয়েল ও তার বন্ধু হাসানকে পেয়ে ছুরিকাঘাত করে। এ ঘটনায় মশিয়ার রহমান খোকনের স্ত্রী ফরিদা বেগম কোতয়ালি থানায় মামলা করেন। ওই মামলায় ভাইপো রাকিব আদালতে আত্মসমর্পণ করে।