কাবিখা’র চাল চুরির মামলা: মনিরামপুর উপজেলা ভাইস চেয়ারম্যান বাচ্চুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের মনিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আলোচিত কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির (কাবিখা) চাল চুরির মামলায় এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, আলোচিত কাবিখা’র সরকারি ৫৪৯ বস্তা চাল চুরি মামলায় গত ১ অক্টোবর উত্তম চক্রবর্তী বাচ্চুসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে ডিবি পুলিশ। এরপর ৬ অক্টোবর চার্জশিটের ওপর শুনানি শেষে জেলা ও দায়রা জজ এবং সিনিয়ার স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক পলাতক আসামি উত্তম চক্রবর্তী বাচ্চুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও মালামাল ক্রোকের আদেশ দেন। উত্তম চক্রবর্তী বাচ্চু হাকোবা গ্রামের মৃত সুনীল চক্রবর্তীর ছেলে। তিনি মণিরামপুর উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক। উল্লেখ্য, ওই মামলার চার্জশিটভুক্ত অপর ৫ আসামি বিভিন্ন সময় আটক হন। বর্তমানে তারা জামিনে রয়েছেন। এরা হচ্ছেন, মনিরামপুরের পাতন-জুড়ানপুর বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল কুদ্দুস, একই বিদ্যালয়ের নৈশপ্রহরী জগদীশ দাস, বিজয়রামপুরের মৃত লুৎফর রহমানের ছেলে আব্দুল্লাহ আল মামুন, তাহেরপুর গ্রামের মৃত সোলায়মান মোড়লের ছেলে শহিদুল ইসলাম এবং ট্রাকচালক খুলনার দৌলতপুরের মহেশ্বরপাশা সাহেবপাড়ার বাসিন্দা ফরিদ হাওলাদার।