মাস্ক ছাড়া চলাচলের অপরাধে যশোরে ভ্রাম্যমাণ আদালতের অর্থদন্ড

0

স্টাফ রিপোর্টার ॥ করোনাকালীন সময়ে প্রকাশ্যে মাস্ক ছাড়া চলাচলের কারণে যশোরে বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত অর্থদন্ড দিয়েছেন। এ ছাড়া প্লাস্টিকের বস্তায় আটা ও ময়দা রাখার অপরাধে একজনকে ২ হাজার টাকা জারমানা করা হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রবিবার যশোর শহরের পালবাড়ী মোড়, উপশহর নিউমার্কেট, চাঁচড়া বাস টার্মিনাল ও মণিহার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের একাধিক অভিযান পরিচালিত হয়। এ সময় মাস্ক ছাড়া জনসাধারণের মাঝে চলাচলের অভিযোগে ৭ জনকে ১৪৫০ টাকা অর্থদন্ড দেয়া হয়। একই দিনে শহরের বড়বাজার এলাকায় চাল, আটা ও ময়দা প্লাস্টিকের বস্তায় রাখার অপরাধে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ অনুযায়ী একজন ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করেন আদালত। শহর ও শহরতলীর এসব অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈনুল ইসলাম, মঈন, মনিরুজ্জামান ও আতিকুর রহমান। এ সময় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ, মাস্ক পরিধান না করা ব্যক্তিদের মাস্ক কিনতে উদ্বুদ্ধ করাসহ সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। গণপরিবহনে মাস্ক ছাড়া কোনো যাত্রী যাতে উঠানো না হয় এ মর্মে সকল বাস কাউন্টার ,বাসের ড্রাইভার এবং সুপারভাইজারদের নির্দেশনা প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া কেশবপুর উপজেলার কলাগাছি এবং কাটাখালি বাজারে মাস্ক পরিধান না করায় ভ্রাম্যমাণ আদালতে ৭ জনকে ২৯০০ টাকা জরিমানা করা হয়। কেশবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আদালত পরিচালনা করেন।