অভয়নগরে ভৈরব সেতু খুলে দেয়া হল

0

নজরুল ইসলাম মলিক, অভয়নগর (যশোর) ॥ অভয়নগর উপজেলার মানুষের দীর্ঘদিনের দাবি ভৈরব সেতু প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। রবিবার সকাল সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটির উদ্বোধন করেন। ভৈরব সেতু উদ্বোধনের ফলে যশোর-খুলনা মহাসড়কের সাথে নড়াইলের কালিয়া উপজেলার সরাসরি সংযোগ স্থাপন হবে। প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের পর মঞ্চ থেকে সেতুটির ওপর দিয়ে সব ধরনের যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয় অভয়নগর উপজেলা প্রকৌশল বিভাগ। এছাড়া এদিন সকালে যশোরের জেলা প্রশাসকের সম্মেলন কে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে অংশ নেন যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনের সংসদ সদস্য রনজিৎ রায়, যশোর-২ (ঝিকরগাছা -চৌগাছা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) ডা. অধ্যাপক নাসির উদ্দিন, যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার মোহাম্দ আশরাফ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন প্রমুখ। উদ্বোধনকালে সম্মেলন কে উপস্থিত জনপ্রতিনিধিরা ভৈরব সেতু নির্মাণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ৭০২ মিটার দৈর্ঘ্য এবং ৮ মিটার প্রস্থের সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৭৮ কোটি ৩৯ লাখ টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে এটি নির্মাণ করেছে ভারত-বাংলাদেশের যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স র‌্যাংকিং। গতকাল থেকে সেতু দিয়ে সব প্রকার যান চলাচল করছে । সেই সাথে সেতু নির্মিত হওয়ায় এই অঞ্চলের অর্থনৈতিক কর্মকা- ও যোগাযোগ ব্যবস্থায় গতি আসবে বলে আশা সংশ্লিষ্টদের।