দামুড়হুদা উপজেলায় প্রায় ৮ হাজার কৃষককে প্রণোদনার সার ও বীজ বিতরণ শুরু

0

রিফাত রহমা, চুয়াডাঙ্গা॥ চলতি রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলায় ৮ হাজার ২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে সার ও বীজ বিতরণর করা শুরু হয়েছে।
গতকাল রবিবার সকাল ১০টায় উপজেলা চত্বরে সহকারী কমিশনার (ভূমি) মহি উদ্দিনের সভাপতিত্বে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা সমবায় অফিসার হারুন অর রশিদ, প্রেসকাবের সভাপতি এম.নূরুন্নবী ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, কৃষক সংগঠনের সভাপতি শামসুল ইসলাম প্রমুখ। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ মৌসুমে ৮ হাজার ২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে পর্যায়ক্রমে বিনামুল্যে সার ও বীজ বিতরণ করা হবে। এ উপজেলার ৭ হাজার ভুট্টা চাষি, ৫শ জন বোরো ধান চাষি, ২শ জন সরিষা চাষি, একশ জন গম, ১৫০ জন পেঁয়াজ চাষি ও ৩শ জন গ্রীষ্মকালীন মুগডাল চাষির মধ্যে পর্যাক্রমে সার ও বীজ বিতরণ শুরু করা হয়েছে। ভুট্টায় ২কেজি বীজ, ৩০কেজি সার, বোরো ধান (হাইব্রিড) ১ কেজি বীজ ও ২০ কেজি সার, সরিষায় ১ কেজি করে বীজ ও ২০ কেজি করে সার, গ্রীস্মকালীন মুগডাল আবাদের জন্য ৫ কেজি বীজ ও ২০ কেজি সার, পেঁয়াজে ২৫০ গ্রাম বীজ ও ১০ কেজি সার এবং গম চাষের জন্য কৃষকরা ও ২০ কেজি বীজ ও ২০ কেজি সার পাবে।