চৌগাছায় শ্বশুর বাড়িতে জামাইয়ের আত্মহত্যা

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ চৌগাছায় শ্বশুর বাড়ি বেড়াতে এসে জহুরুল ইসলাম (২৫) নামে এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছেন। শনিবার উপজেলার পাশাপোলের কালকেপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই যুবক পার্শ্ববর্তী ঝিকরগাছা উপজেলার জয়রামপুর গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে। শ্বশুর আবু জাফর শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের জানান, জহুরুল ইসলামের সাথে আড়াই মাস আগে তার মেয়ে তহুরা খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। মেয়ে প্রথমবার শ্বশুর বাড়ি থেকে ফিরে এসে সেখানে যেতে অমত করে। অনেক বুঝিয়ে তাকে শ্বশুর বাড়ি পাঠানো হয়। পারিবারিক অশান্তির কারণে মেয়ের ননদ তাকে ১৫ দিন আগে বাড়িতে রেখে যায়। শনিবার সকাল ৮ টার দিকে জামাই জহুরুল ইসলাম বেড়াতে আসে। দুপুরের খাবার শেষে সে পাশেই চায়ের দোকানে যায়। পরে বাড়িতে ফিরে মেয়েকে নিয়ে যেতে চায়। কিন্তু মেয়ে যেতে না চাওয়ায তার সাথে কথা কাটাকাটি হয়। এ সময় সে বিষপান করে। চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে ওয়াশ করেন, অবস্থার অবনতি হলে ইসিজি করেন। ইসিজি করার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে জহুরুল ইসলামের পরিবারের লোকজন হাসপাতালে এসে এ অস্বাভাবিক মৃত্যু দাবি করলে পুলিশ লাশ হেফাজেত নেয়। চৌগাছা থানার ডিউটি অফিসার এএস আই বাবুল আক্তার জানান, একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের পরে তার মৃত্যুর কারণ জানা যাবে। রবিবার ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।