যশোর রেলস্টেশনে দু’জনকে প্রকাশ্যে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর রেলস্টেশনের পাশে গতকাল বিকেলে দুর্ধর্ষ ছিনতাই হয়েছে। ছিনতাইকারীরা প্রকাশ্যে দু’জনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় খুলনায় স্থানান্তর করা হয়েছে। আদালতে মামলার হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন আলামিন (২৫) নামে এক যুবক যশোরের আদালতে মামলার হাজিরা দিয়ে বিকেল ৩টার দিকে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে শহরের শংকরপুর এলাকায় এক বন্ধুর কাছে দেখা করতে যাচ্ছিলেন। যশোর রেলস্টেশনের ওভার ব্রিজের কাছে পৌঁছালে ৫/৬ জনের একদল ছিনতাইকারী আলামিনের গতিরোধ করে এবং পেটে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। তখন ছিনতাইকারীরা আলামিনের কাছে থাকা ৪ হাজার ৫শ’ টাকা, ১টি মোবাইল ফোন, নিয়ে পালানোর সময় তাদের সামনে পড়ে মো. আলী (৪০) নামে এক ব্যক্তি। এ সময় ছিনতাইকারীরা তাকেও কোপায়। পরে স্থানীয় লোকজন আলামিন ও আলীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করার পর যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। ভর্তি করার পর অবস্থার অবনতি ঘটলে ডা. মিনারুল ইসলাম তাদের উন্নত চিকিৎসার জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। মো. আলীর বাড়ি শহরের শংকরপুরে। আলামিনের বাড়ি সদর উপজেলার ভগবতীতলা গ্রামে। পিতার নাম মশিয়ার রহমান। তিনি একজন ভাটা শ্রমিক। ডা. মিনারুল ইসলাম জানিয়েছেন, তাদের অবস্থা ভাল না। হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র মেডিকেল অফিসার ডা. আহমেদ তারেক শামস্ জানিয়েছেন, আলামিনের বুক ও পেটে ছুরিকাঘাত করা হয়েছে। আলীর মাথায় কোপ লেগেছে। তাদের অবস্থা ভালো নয়।