খেলার খবর

0

চলে গেলেন সাবেক তারকা ফুটবলার বাদল রায়
স্পোর্টস ডেস্ক॥ জাতীয় দলের সাবেক ফুটবলার বাদল রায় আর নেই। লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত এই ফুটবলার রবিবার রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। দীর্ঘ দিন ধরেই শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন বাদল রায়। ২০১৭ সালে মস্তিষ্কে রক্তরণ হয় দেশের ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলারের। তখন বিদেশে চিকিৎসা নিয়ে সুস্থ হলেও আগের মতো আর স্বাভাবিক হতে পারেননি। তবে ক্রীড়াঙ্গনে নিজেকে বিলিয়ে দেওয়া বাদল রায় অসুস্থ অবস্থাতেই খেলাধুলার সঙ্গে জড়িয়ে রেখেছিলেন নিজেকে। গত অক্টোবরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনে সভাপতি পদে লড়েছিলেন বাদল রায়। কাজী সালাউদ্দিনের কাছে অবশ্য হেরে যান তিনি। তবে বাফুফের বর্তমান কমিটির আগে টানা তিনবার সহ-সভাপতি নির্বাচিত হন বাদল রায়। মৃত্যুর আগ পর্যন্তও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) সহ-সভাপতি ছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদের কোষাধ্য ছিলেন তিনি। করোনাকালে কভিড-১৯ পজিটিভ হন বাদল রায়। পরে সুস্থও হয়ে ওঠেন। তবে গুরুতর অসুস্থ হয়ে গত ৫ নভেম্বর আজগর আলী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায় স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়া এই ফুটবলারকে। বিভিন্ন পরীা-নিরীার পর তার লিভার ক্যানসার ধরা পড়ে। সেটিও চতুর্থ স্টেজে। তখনই চিকিৎসকেরা আশা অনেকটাই ছেড়ে দিয়েছিলেন। স্কয়ার হাসপাতাল থেকে তাকে ছেড়েও দেওয়া হয়েছিল। বলা হয় বাড়ি নিয়ে যেতে। তবে পরিবারের প থেকে তাকে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ও পরে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিন বাংলাদেশ মেডিকেলেই তার মৃত্যু হয়েছে।১৯৬০ সালের ৪ জুলাই জন্ম বাদল রায়ের। ১৯৮১ থেকে ৮৬ পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। ছিলেন অ্যাটাকিং মিডফিল্ডার। কাব ফুটবলে বলতে গেলে মোহামেডানের ঘরের ছেলে ছিলেন তিনি। ১৯৭৭ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত খেলেন সাদা-কালে শিবিরে। দলটির হয়ে জেতেন পাঁচটি লিগ শিরোপা। মোহামেডানের অধিনায়কত্বও করেছেন তিনি। বাদলের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের পাঠানো বার্তায় বলা হয়, জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার ও ক্রীড়া সংগঠক বাদল রায় এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জেমি ডেকে নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
স্পোর্টস ডেস্ক॥ কাতারের বিপে ম্যাচে ডাগ আউটে জেমি ডের থাকা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে দিনকে দিন। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচের সবশেষ কোভিড-১৯ পরীার ফলও পজিটিভ এসেছে। গত ১৭ নভেম্বর নেপালের বিপে দ্বিতীয় প্রীতি ম্যাচের আগে ডের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ফলে গোলশূন্য ড্র হওয়া সেই ম্যাচের ডাগ আউটে ছিলেন না এই ইংলিশ কোচ। স্বাভাবিকভাবেই গত বৃহস্পতিবার কাতারে যাওয়া দলের সঙ্গেও যোগ দিতে পারেননি তিনি। আগামী ৪ ডিসেম্বর কাতারের মাঠে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচ খেলবে বাংলাদেশ। বাছাইয়ের প্রথম লেগের ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কাতারের বিপে ২-০ গোলে হেরেছিল দল। কোচের সবশেষ কোভিড-১৯ পরীা করা হয় শনিবার। এ পরীাতেও ফল পজিটিভ এসেছে বলে রোববার জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ডের অনুপস্থিতিতে সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস কাতারে দলের দেখভাল করছেন। তাকে সহযোগিতা করার জন্য আরেক সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সার রোববার কাতারে রওনা দিয়েছেন বলে জানিয়েছে বাফুফে। বিশ্বকাপ বাছাই উপলে গত অক্টোবরে শুরু হওয়া ক্যাম্পে ডের অনুপস্থিতিতে সবকিছু সামলেছিলেন কায়সার।

রোনালদোর চার মিনিটের ঝড়ে জুভেন্তাসের দাপুটে জয়
স্পোর্টস ডেস্ক॥ চার মিনিটের ব্যবধানে দুই গোল করে সেরি আ’র পয়েন্ট টেবিলে জুভেন্তাসকে দুই নম্বরে উঠিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজেদের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে শনিবার কাইয়ারির বিপে এই দুই গোলেই (২-০) জিতেছে শিরোপাধারীরা। আগের ম্যাচে লাৎসিওর মাঠে শেষ মুহূর্তে গোল খেয়ে ১-১ ড্র করেছিল তারা। রোনালদো গোলের দেখা পান ৩৮ এবং ৪২তম মিনিটে। পর্তুগিজ মহাতারকার এই মৌসুমে লিগে আট গোল হল। তার সমান গোল আছে শুধু জ্লাতান ইব্রাহিমোভিচের। রোনালদো প্রথম গোল করেন মোরাতার পাস থেকে। ডি-বক্সে বল পেয়ে ডান পায়ের জোরালো শটে ল্যভেদ করেন। একটু পর হুয়ান কুয়াদরাদোর কর্নার থেকে দেমিরালের হেড খুঁজে পায় অরতি রোনালদোকে। খুব কাছ থেকে জাল খুঁজে নেন পাঁচবারের বর্ষসেরা এই খেলোয়াড়। আট ম্যাচে চারটি করে জয় ও ড্রয়ে ১৬ পয়েন্ট জুভেন্তুসের। এক ম্যাচ কম খেলে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে এসি মিলান। জুভেন্তাস এদিন প্রতিপকে একদম পাত্তা দেয়নি। ৬৬ শতাংশ সময় বল পায়ে ছিল তাদের। গোলে শট নেয় ২৪টি। টার্গেটে ছিল ছয়টি। কাইয়ারি গোলমুখে চারটি শট নিলেও একটিও টার্গেটে রাখতে পারেনি!

এলপিএলে এবার করোনার হানা
স্পোর্টস ডেস্ক॥ লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) আয়োজনের ঘোষণা দেওয়ার পর থেকেই একের পর এক বাধার মুখে পড়তে হচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে। কয়েক দফা পেছানোর পর ২৬ নভেম্বর আসর শুরুর কথা। কিন্তু এর মধ্যে খবর এলো, করোনায় আক্রান্ত হয়েছেন দুজন ক্রিকেটার। আক্রান্ত দুই ক্রিকেটার হলেন পাকিস্তানের সোহেল তানভির ও কানাডিয়ান ব্যাটসম্যান রবিন্দরপাল সিং। তানভিরের খেলার কথা ক্যান্ডি তাস্কার্সের হয়ে। অন্যদিকে কলম্বো কিংসে খেলার কথা রবিন্দরপালের। শ্রীলঙ্কায় পৌঁছানোর পর তাদের করোনা পরীা করা হয়েছিল। তানভির-পালের করোনা রিপোর্ট পজিটিভ আসে। তানভির-পালকে এলপিএলের অন্যান্য খেলোয়াড় ও স্টাফদের থেকে আলাদা হোটেলে ভিন্ন ভিন্ন রুমে আইসোলেশনে রাখা হয়েছে। এলপিএলের প্রথম আসর থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন লাসিথ মালিঙ্গা, ক্রিস গেইল, রবি বোপারা, সরফরাজ আহমেদ, ডেভিড মিলার, ফাফ ডু-প্লেসিস, ডেভিড মালান, ওয়াহাব রিয়াজ, লিয়াম প্লাংকেটের মত তারকারা। তাতে আসর বেশ খানিকা রং হারিয়েছে। ২৬ নভেম্বর শুরু হয়ে ১৭ ডিসেম্বর শেষ হওয়ার কথা আসরটি।