মফিজুর রহমান সজন কাস্টমস কিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত

0

শার্শা(যশোর)সংবাদদাতা ॥ যশোরের বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েমনের সভাপতি ও সিএন্ডএফ ব্যবসায়ী আলহাজ মফিজুর রহমান সজন ফেডারেল অব বাংলাদেশ কাস্টমস কিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। সংগঠনটির প্রধান নির্বাচন কমিশনার মো. তাইফুর রহমান নতুন কমিটির ঘোষণা দেন। সিএন্ডএফ ব্যবসায়ী আলহাজ মফিজুর রহমান সজন ফেডারেলের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বেনাপোল সিএন্ডএফ এসোসিয়েশন, সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশনসহ, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন ও ব্যবসায়ী বৃন্দ। এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।