বিএনপি নেতা রফিকুর রহমান তোতনের সহধর্মিনী হাসিনা রহমানের ইন্তিকাল * অনিন্দ্য ইসলাম অমিতের শোক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুর রহমান তোতনের সহধর্মিনী হাসিনা রহমান মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রোববার রাত ৮টা ২০ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় শহরের কুইন্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্বামী, ৬ ছেলে ও ৪ মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এক ছেলে আশফাকুর রহমান মিল্টন যশোর জেলা যুবদলের সহসভাপতি। হাসিনা রহমানের মৃত্যুর সংবাদ শুনে হাসপাতালে যান জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। এ সময় তাঁর স্বজনরা অধ্যাপক নার্গিস বেগমকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি তাদের সান্ত্বনা দেন। এ সময় তার সাথে ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চুসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। মরহুমার অনেক আত্মীয়ের বাড়ি দূর-দূরান্তে হওয়ায় রাতে এ রিপোর্ট লেখার সময় দাফনের বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। হাসিনা রহমানের মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন, বিএনপির আন্তর্জাতিবিষয়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর শোকাহত স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। অনুরূপ শোক জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাড. সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন।