‘মুক্ত পরিবেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবে বিএনপি’

0

লোকসমাজ ডেস্ক॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মুক্ত পরিবেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির ভাইস-চেয়ারম্যান ও কৃষকদলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন,‘এই বছর মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তীর বছর। আর এই মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আল্লাহ চাইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বিএনপি মুক্ত পরিবেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবে। এটা আমাদের প্রার্থনা, এটা আমাদের আশা।’
রবিবার (২২ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থ অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন,‘বাংলাদেশে বর্তমান সংকট হচ্ছে স্বৈরতন্ত্রের সঙ্গে গণতন্ত্রের। বাংলাদেশের বর্তমান সংকট হচ্ছে মানুষের অধিকার না থাকা। বাংলাদেশের বর্তমান সংকট হচ্ছে সংবিধানকে অবজ্ঞা করা। এই সরকার সংবিধানকে ন্যূনতম শ্রদ্ধাবোধের মধ্যে রাখে না।’ তিনি বলেন, ‘বর্তমান সময়ে গত ৫০ বছরের মধ্যে সব থেকে কষ্টে আছে বাংলার কৃষক সমাজ। বাংলার কৃষক সমাজ তার উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পায় না। কৃষি উপকরণ কিনতে হয় বেশি দামে অথচ তার উৎপাদিত দ্রব্য কোনো কোনো সময় তারা বিক্রিও করতে পারে না। সরকারের পক্ষ থেকে কোনোরকম সহযোগিতা তাদেরকে দেয়া হয় না। প্রণোদনা দেয়া হয়েছে ব্যবসায়ীদেরকে, প্রণোদনা দেয়া হয়েছে আওয়ামী লীগের লোকদেরকে, প্রণোদনা দেয়া হয়েছে বড়লোকদের কিন্তু কৃষকদেরকে কোনো প্রণোদনা দেয়া হয়েছে এটা আমরা শুনতে পাইনি।মুক্তিযুদ্ধের সময়ে দেশের কৃষকরা যত ত্যাগ স্বীকার করেছে অন্য কোনো শ্রেণী পেশার মানুষ এটা করেনি।’
কৃষকদলের নেতৃবৃন্দকে সারাদেশের কৃষক সমাজের পাশে থাকার আহ্বান জানিয়ে সংগঠনের আহ্বায়ক বলেন,‘এই শীত বস্ত্র বিতরণের কার্যক্রম পর্যায়ক্রমে সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে কৃষক দলের নেতৃত্বে কৃষক সমাজের পাশে দাঁড়াতে হবে। কারণ আমাদের কৃষক সমাজ বড় অসহায়। সেজন্য কৃষক দলের নেতৃবৃন্দের প্রতি আহ্বান থাকবে, যার যার সামর্থ্য অনুযায়ী এলাকায় গরিব অসহায়দের পাশে দাঁড়াবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এবং কৃষকদলের পক্ষ থেকে। কৃষক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য এস কে সাদির সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কৃষক দলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ মেহেদী আহমেদ রুমী বক্তব্য দেন। এ সময় অন্যান্যের মধ্যে কৃষক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মাইনুল ইসলাম, আলিম হোসেন, লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, কে এম রকিবুল ইসলাম রিপন, মীর মমিনুর রহমান সুজন, এম জাহাঙ্গীর আলম, আব্দুর রাজি, আসাদুল আরিস ডল, কৃষকদল নেতা শাহজাহান মিয়া সম্রাট, ইঞ্জিনিয়ার মোফাজ্জল হোসেন হৃদয়, আব্দুল্লাহ আল নাইম প্রমুখ উপস্থিত ছিলেন।