লঙ্কা প্রিমিয়ার লিগে খেলবেন স্টেইন

0

লোকসমাজ ডেস্ক॥ বিগত ৬টা দিন ভালো যায়নি লঙ্কা প্রিমিয়ার লিগের দল ক্যান্ডি টাস্কার্সের। ইনজুরি নিয়ে ছিটকে গেছেন তাদের সব চেয়ে বড় হাইপ্রোফাইল তারকা ক্রিস গেইল। তার ওপর করোনা পজিটিভ হয়েছেন একই দলের পেসার সোহেল তানভির। এমন দুঃসংবাদে ধাক্কা খেতে হয়েছিল আয়োজকসহ ফ্র্যাঞ্চাইজিটিকে। এমন দুসংবাদের ভিড়ে সুখবর দিয়েছেন ডেল স্টেইন। তিনি বলিউড তারকা সালমান খান পরিবারের মালিকানাধীন ক্যান্ডি টাস্কার্সে খেলতে সম্মত হয়েছেন। ডেল স্টেইনের অন্তর্ভুক্তি ক্যান্ডি শিবিরে বাড়তি প্রেরণা দেবে। সোহেল তানভীর করোনার কারণে আইসোলেশনে থাকবেন ১৪ দিন। ফলে তার বদলি হিসেবেই স্টেইনকে দলে নেওয়া। অবশ্য টুর্নামেন্ট শুরু হলেই যে স্টেইনকে পাওয়া যাবে এমনও নয়। ২৬ নভেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী দিনই প্রথম ম্যাচ খেলবে ক্যান্ডি। আর শুরুর দিকে কিছুদিনের কোয়ারেন্টিনে থাকতে হবে স্টেইনকে। এ প্রসঙ্গে দলটির সহকারী কোচ ফারভিজ মাহরুফ বলেছেন, ‘ও আসার পরই আমাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখতে হবে যে, ও কবে থেকে খেলা শুরু করতে পারবে। ওকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে বসতে হবে।’ স্টেইন সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন আইপিএলে, অক্টোবরে। ক্যান্ডিতে তার পেস আক্রমণের সঙ্গী নুয়ান প্রদীপ, নাভিন উল হক, মুনাফ প্যাটেল ও ইরফান পাঠান।