করোনার ভ্যাকসিন নিয়ে সরকারের অবস্থান জানতে চায় বিএনপি

0

লোকসমাজ ডেস্ক॥ সরকার করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে যে পরিকল্পনা গ্রহণ করেছে তা জনগণকে অবহিত করার আহ্বান জানিয়েছে বিএনপি। শনিবার (২১ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত দলটির স্থায়ী কমিটির সভায় এই বিষয়ে সরকারের মতামত জানার প্রস্তাব গৃহীত হয়। রবিবার (২২ নভেম্বর) বিকালে গণমাধ্যমে পাঠানো দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানায় বিএনপি। দলের দফতর বিভাগ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে ভ্যাকসিনসহ আরও কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত ও প্রস্তাব গৃহিত হয়।
বিএনপি জানিয়েছে, স্থায়ী কমিটির সভা মনেকরে ভ্যাকসিন সংগ্রহ ও বন্টনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবিলম্বে যথাযথ পরিকল্পনা গ্রহণ করে জনগণকে অবহিত করা অত্যন্ত জরুরি। গণমাধ্যমে ভ্যাকসিন সংগ্রহের বিষয়ে সরকারি ভাষ্য অনুযায়ী যে সকল তথ্য প্রকাশিত হচ্ছে তা অত্যন্ত অস্পষ্ট এবং বিভ্রান্তিমূলক। কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রাপ্তি জনগণের অধিকার। ইতোপূর্বে তারেক রহমান বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহের দাবি জানিয়েছিলেন, বলে জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে। গৃহীত প্রস্তাবে বিএনপি অভিযোগ করে, ভ্যাকসিন সংগ্রহের বিষয়ে বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতর এখনও পর্যন্ত কোনও স্বচ্ছ ধারণা জনগণের সামনে তুলে ধরতে পারেনি। এতে আরও বলা হয়, ভ্যাকসিন সংগ্রহ ও বন্টন নিয়ে কোনও রকম দুর্নীতি না করে স্বচ্ছ নজরদারী ও জবাবাদিহিতার আওতায় নিয়ে এসে মানবিক কারণে জনগণের কাছে বিনামূল্যে প্রদান ও সহজলভ্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপির গৃহীত প্রস্তাবে উল্লেখ করা হয়, ভ্যাকসিন সংগ্রহ এবং সংরক্ষণের জন্য যথাযথ তাপ নিয়ন্ত্রিত সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি। অন্যথায় সংগৃহীত হলে ও তা কার্যকারিতা হারাবে। বিএনপি-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েম্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু অংশগ্রহণ করেন।