মাস্ক ব্যবহার না করায় যশোরে ভ্রাম্যমাণ আদালতে ৮ জনের অর্থদণ্ড

0

স্টাফ রিপোর্টার ॥ করোনাকালীন সময়ে মাস্ক পরা বাধ্যতামূলক করতে যশোর জেলা প্রশাসনের সচেতনতা কর্মসূচি অব্যাহত রয়েছে। শনিবার শহরের কয়েকটি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয়। এসময় জনসম্মুখে মাস্ক না পরার অপরাধে ৮ জনকে অর্থদন্ড দেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, রোববার বিকেলে যশোর শহরের পালবাড়ী মোড় এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান ও উপশহর নিউ মার্কেট বাসস্ট্যান্ড, জেলখানা রোড এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আতিকুর রহমান এবং দড়াটানা মোড় এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় এসব এলাকায় মাস্ক না পরে চলাচল করার অপরাধে ৮ জনকে অর্থদন্ড দেয়া হয়। ৮ জনের কাছ থেকে সাড়ে ৪ হাজার টাকা আদায় করা হয়। এসময় আদালত শহরের পালবাড়ী মোড় ও উপশহর খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় গণপরিবহণে অভিযান পরিচালনা করেন এবং যাত্রীদের মাস্ক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। গণ পরিবহনে মাস্ক ছাড়া কোনো যাত্রী উঠতে পারবেনা বলেও সংশ্লিষ্ট কাউন্টারে নির্দেশনা দেন। আদালতের প্রতিনিধিরা এসময় অসহায় দরিদ্রদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।