করোনা মোকাবিলায় খুলনা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা

0

খুলনা ব্যুরো ॥ কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানা না হলে শুধু আইন প্রয়োগ করে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা কঠিন হয়ে পড়বে। গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজকে এ বিষয়ে সম্মিলিতভাবে বেশি করে কাজ করতে হবে। শনিবার সকালে স্থানীয় একটি ডায়ালগ সেন্টারে খুলনা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (কেটিজেএ) মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন। ‘করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা: মিডিয়া ও সুশীল সমাজের ভূমিকা’ শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোস্তফা জামাল পপলুর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। অনুষ্ঠানে ফোকাল পারসন ছিলেন খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ও বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মেহেদী নেওয়াজ। বক্তব্য দেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সাংবাদিক গৌরাঙ্গ নন্দী, মোতাহার রহমান বাবু, মোহম্মদ আলী সনি, মোস্তফা সরোয়ার, শেখ দিদারুল আলম, খুলনা উন্নয়ন ফোরামের চেয়ারপারসন শরীফ শফিকুল ইসলাম চন্দন, কেসিসির সাবেক জনসংযোগ কর্মকর্তা সরদার আবু তাহের, মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি শেখ মফিদুল ইসলাম, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের হুমায়ূন কবির ববি প্রমুখ। অনুষ্ঠানে সাংবাদিক,বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সংগঠনের অর্ধশতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।