যশোরে প্রতিপক্ষের হামলায় আদালতে দেয়া পিটিশন থানায় মামলা হিসেবে রেকর্ড

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরতলীর ছোট গোপালপুরে শিশুদের মারামারিকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জখম হওয়ার ঘটনায় আদালতে দেয়া পিটিশন কোতয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড হয়েছে। মামলা করেছেন ওই গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে আব্দুল হাকিম। আসামিরা হলেন, শেখহাটি বড় প্রাচীরের পাশে মৃত গফুর বিশ্বাসের ছেলে হারুন (৫৫), মাহাবুর (৩৩), মিলন (৫০), মৃত রহিম বিশ্বাসের ছেলে আনিছুর রহমান (৩৫), মহিদুল ইসলামের ছেলে জাহিদ (২৬) এবং নিউটাউন বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের শাহিদুল ইসলামের ছেলে জিসান (২২)। আব্দুল হাকিম পিটিশনে উল্লেখ করেছেন, গত ১২ নভেম্বর বিকেলে খেলা করার সময় তার নাতনি কুলসুমকে (৭) আসামি আনিছুর রহমানের ছেলে স্বপ্নিল (৮) ইট ছুঁড়ে মারে। এতে কুলসুমের মাথা কেটে যায়। এ বিষয়ে প্রতিবাদ করলে আসামিরা একজোট হয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা তাকেসহ ৩/৪জনকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে। বাড়ির নারীদের ওপরও হামলা করে শ্লীলতাহানি ঘটায়। পরে হুমকি দিয়ে তারা চলে যায়। সে সময় আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে আব্দুল হাকিমের ভাই আলমগীর হোসেনের অবস্থা খারাপ হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় আব্দুল হাকিম কোতয়ালি থানায় অভিযোগ দিতে গেলে আসামিরা প্রভাবশালী হওয়ায় পুলিশ মামলা নেয়নি। পরে তিনি গত ১৭ নভেম্বর আদালতে একটি পিটিশন দাখিল করেন। আদালতের নির্দেশে কোতয়ালি থানা পুলিশ গত শুক্রবার রাতে পিটিশনটি নিয়মিত মামলা হিসবে রেকর্ড করে।