অন্তিম শয়ানে কৃষকদল নেতা হাসান সালেহ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর উপশহর মার্কাস মসজিদ প্রাঙ্গণে গতকাল সকালে যশোর জেলা কৃষক দলের সভাপতি আলহাজ্ব হাসান সালেহ’র জানাজা ও পরে ঘোপ কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। জানাজায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী সমর্থক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। সর্বশ্রেণি-পেশার লোকজন শরিক হন। জানাজায় অংশ নেন, বিএনপির আন্তর্জার্তিক বিষয়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। মরহুমের পুত্র হাসান ইমাম প্রিন্স জানাজার আগে বক্তব্য রাখেন। মার্কাস মসজিদের সাবেক ইমাম হাফেজ লিয়াকত আলী জানাজায় ইমামতি করেন। জানাজায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন- যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, আব্দুস সালাম আজাদ, মিজানুর রহমান খান, রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, কোতয়ালি থানা বিএনপির সভাপতি নূর-উন-নবী, সাধারণ সম্পাদক কাজী আজম, জেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান, ট্রেড ইউনিয়ন নেতা মাহবুবুর রহমান মজনু, অ্যাড. আবু মুরাদ, জেলা কৃষক দলের সহ-সভাপতি কবির হোসেন বাবু, সিকদার সালাহ উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক মকবুল হোসেন, ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম, বিএনপি নেতা উপশহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরজালাল রুনু, মো. আজগর হোসেন, নওয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আলতাফ হোসেন, জেলা যুবদলের সহ-সভাপতি মো. আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক কবীর হোসেন বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, বেনাপোল পৌরসভা সভাপতি নূর ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ মাখন, সাংগঠনিক সম্পাদক শামছুল আলম সান্টু, ঝিকরগাছা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কালু, মনিরামপুর উপজেলা কৃষক দলের সভাপতি অ্যাড. মজিবর রহমান, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
পরে ঘোপ কবরস্থানে তাকে সমাহিত করা হয়। আজ রোববার মরহুমের উপশহরস্থ বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া মাহফিলে শরিক হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে। গত শুক্রবার সকাল ৯টা ৪৫ মিনিটে রাজধানীর সিটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় হাসান সালেহ মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী।