বড় ভাই’র নৃশংসতা: মাছ ধরা কোচের ফলাবিদ্ধ অবস্থায় কৃষককে নেয়া হলো ঢাকায়

0

স্টাফ রিপোর্টার ॥ ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামে আব্দুল হাকিম (৩২) নামে এক কৃষক বড় ভাইয়ের কোঁচের আঘাতে গুরুতর আহত হয়েছে। কোঁচের ৪টি ফলা (শিক) তার কান ও মাথায় বিদ্ধ হয়ে আছে। যশোর ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসকগণ এ অবস্থায় তাকে ঢাকায় পাঠিয়েছেন। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
আব্দুল হাকিম বাঘাডাঙ্গা গ্রামের আব্দুল মাবুদের পুত্র। তার শ্যালক একই গ্রামের শরিফুল মন্ডল জানিয়েছেন, পৈত্রিক জমি ভাগাভাগি নিয়ে আব্দুল হাকিমের সাথে তার বড় ভাই আব্দুল আলিমের বিরোধ ছিল। শুক্রবার রাত ৮টার দিকে বাড়ির সামনে তাদের দু’ভাইয়ের মধ্যে গোলযোগ হয়। গোলযোগের এক পর্যায়ে আব্দুল আলীম তার বাড়ি থেকে মাছ মারা কোঁচ এনে ছোট ভাই আব্দুল হামিমের মাথায় ছুঁড়ে মারে। এতে কোঁচের ৫টি ফলা তার বাম কান ও মাথায় বিদ্ধ হয়। পরে প্লাস দিয়ে কোঁচের অংশবিশেষ কর্তন করার পর ফলাসহ তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসকগণ অপারেশন করে ফলাগুলো বের করতে সাহস পাননি। এ অবস্থায় যশোর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ডা. রফিকুল ইসলাম বলেন, আব্দুল হাকিমের কান ও মাথার অংশে যেভাবে কোঁচের ফলা বিদ্ধ হয়েছে তাতে রোগী বাঁচার গ্যারান্টি কম। সে জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।