মনিরামপুরে ট্রিটমেন্ট প্ল্যান্টের কাঠ রফতানি হচ্ছে কোরিয়ায়

0

মজনুর রহামান,মনিরামপুর (যশোর) ॥ মনিরামপুরে জেএস স মিল অ্যান্ড ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে প্রসেসিং করা কাঠ রফতানি শুরু হয়েছে কোরিয়াতে। বিদেশে রফতানি করে একদিকে যেমন প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে, অপরদিকে বহু মানুষের কর্মক্ষেত্র সৃষ্টি করেছে এই প্ল্যান্ট। এই ট্রিটমেন্ট প্ল্যান্টের কর্ণধার হলেন লন্ডন প্রবাসী মনিরামপুরের কৃতী সন্তান খন্দকার জাহাঙ্গীর আলম।
সরেজমিন দেখা যায়, পৌর শহরের মনিরামপুর-ঢাকুরিয়া সড়কের পাশে(মহাদেবপুর) সাড়ে চার বিঘা জমির ওপর ২০১৭ সালে নির্মাণ করা হয় জেএস স মিল অ্যান্ড ট্রিটমেন্ট প্ল্যান্ট। এ প্লান্টে বর্তমান শ্রমিক রয়েছেন ২৫ জন। প্ল্যান্টের ম্যানেজার খন্দকার মাহবুবে রব্বানী লাভলু জানান, কাঠ চেরাইয়ের পর তা তিন শ সেফটি ধারণ ক্ষমতার সিলিন্ডারের (বয়লার) ভেতর সাজিয়ে রাখা হয়। বিভিন্ন রাসায়নিক পদার্থ দিয়ে মিশ্রিত কাঠ সিলিন্ডারের ভেতর হাওয়া দিয়ে রাখা হয় টানা ৭২ ঘন্টা। এরপর সিলিন্ডার থেকে কাঠ বের করে ৩৫ হাজার সেফটি ধারণ ক্ষমতাসম্পন্ন হিটাররুমে তিন থেকে চার ঘন্টা রেখে শুকানো হয়। পরবর্তিতে হিটাররুম থেকে বের করে চাহিদামত ফার্নিচারসহ বিভিন্ন আসবাপত্র তৈরি করা হয়। এর ফলে কাঠের রং ভালো হয় ও মজবুত হয় বেশি। এ ছাড়াও কাঠে ঘুনসহ কোনপ্রকার পোকা আক্রমণ করতে পারে না। যার স্থায়িত্ব হয় এক শ বছর। ফরিদপুর, মাদারিপুর, খুলনা, সাতক্ষীরা, রাজশাহীসহ বিভিন্ন প্রান্ত থেকে নামীদামি ফার্নিচার কোম্পানির প্রতিনিধিরা কাঠ এনে এখান থেকে প্রসেসিং করে নিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, চলতি বছর এ প্ল্যান্টের কাঠ রফতানি হচ্ছে কোরিয়ায়। কোরিয়ায় সরবরাহকৃত প্রতিষ্ঠানের প্রধান নারায়ণগঞ্জের আখি বেগম জানান, অন্যান্য স্থানের চেয়ে মনিরামপুরে এ প্ল্যান্টের প্রসেসিং করা কাঠের গুণগতমান খুবই ভালো এবং তুলনামূলক খরচও কম। ফলে তিনি এ প্ল্যান্ট থেকে কাঠ প্রসেসিং করে কোরিয়ায় রফতানি করছেন। স্থানীয় ব্যবসায়ী আকতারুল ইসলাম জানান, ট্রিটমেন্ট প্ল্যান্টটি স্থাপন করার কারণে এলাকার সাধারণ ব্যবসায়ীদের ফার্নিচারসহ আসবাপত্র তৈরির কাঠ নিয়ে ভোগান্তির শেষ হয়েছে। জেএস সমিল অ্যান্ড ট্রিটমেন্ট প্ল্যান্টের প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী খন্দকার জাহাঙ্গীর আলম জানান, শুধু কেরিয়াতে নয়, আরও কয়েকটি দেশে রফতানির কথাবার্তা চলছে। উপজেলা বন কর্মকর্তা মোস্তফা কামাল জানান, মনিরামপুরে সর্বপ্রথম পরিবেশবান্ধব জেএস স মিল অ্যান্ড ট্রিটমেন্ট প্ল্যান্টটি স্থাপনের পর বেশ সুখ্যাতি অর্জন করেছে। ।