লোহাগড়ায় ‘গ্রিন ভয়েস’ এর মাস্ক বিতরণ

0

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ লোহাগড়া উপজেলার বিভিন্ন গ্রাম, বাজার ও মসজিদে করোনাভাইরাসের প্রকোপে সচেতনতা বৃদ্ধিসহ মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করেছে পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েস। শীতে করোনার সংক্রমণ থকে রক্ষা পেতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়। জানা গেছে, শুক্রবার সকালে লোহাগড়া ইউনিয়নের কালনা-কামঠানা বাজারে ২শ ক্রেতা-বিক্রেতার মাঝে মাস্ক বিতরণ করা হয়। বাজারের মসজিদে জুমার নামাজের আগে অন্তত ৮০ জন মুসল্লিকে মাস্ক দেয়া হয়। এছাড়া গত মঙ্গল ও বুধবার কামঠানা গ্রামের ২২৫টি পরিবারকে তিনটি করে মাস্ক দেয়া হয়। মাস্ক বিতরণের পাশাপাশি গ্রিন ভয়েসের কর্মীরা জনসাধারণকে করোনা সম্পর্কে ধারণা প্রদানসহ সচেতনতামূলক বার্তা প্রচার করছেন। শুক্রবার মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও লোহাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার নজরুল ইসলাম, বাজার কমিটির সাবেক সভাপতি আকরাম হোসেন, মসজিদের ইমাম মুফতি রকিবুল ইসলাম, লোহাগড়া পৌর প্রেস কাবের সভাপতি শিমুল হাসান প্রমুখ।