মশিয়ালীর আলোচিত হত্যা মামলার আসামিদের বিচারর দাবিতে বিক্ষোভ

0

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি॥ খানজাহান আলী থানা এলাকার মশিয়ালী গ্রামে আলোচিত তিন হত্যা মামলার প্রধান অভিযুক্ত খানজাহান আলী থানা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা শেখ জাকারিয়া, তার ভাই শেখ মিল্টন ও জাফরিনের অবৈধ অস্ত্র উদ্ধার ও অন্য আসামিদের আটক এবং ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছন এলাকাবাসী। শুক্রবার বিকাল ৪ টায় মশিয়ালী এলাকা ঘুরে বিক্ষোভ মিছিলটি ইষ্টার্ণ মিলগেটে পথসভার মাধ্যমে শেষ হয়। সন্ত্রাস বিরোধি কমিটির আহবায়ক আটরা গিলাতলা ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য এসএম বক্তিয়ার পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সম.রেজওয়ান আলী, সন্ত্রাস বিরোধী কমিটির সদস্য সচিব আঃ সালাম গাজীর পরিচালনায় বক্তৃতা করেন কমিটির যুগ্ম- আহবায়ক সরদার আমিরুল ইসলাম, ইউপি সদস্য হুমায়ুন কবির, মাহমুদ হাসান, আলম মাষ্টার ,নজমল গাজী, আনোয়ার সরদার, তবিবর রহমান, সত্তার মোল্লা, বাবুল রেজা, মনির আকুঞ্জী, কিবরিয়া সরদার, হাফেজ মাসুম বিল্লাহ, রুমা পারভিন, রাজিয়া, শাহনাজ বেগম প্রমুখ। সভায় নেতৃবৃন্দ কবলেন অনতিবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধার এবং অন্য আসামীদেও গ্রেফতার করা না হলে লাগাতার আন্দোলনের কঠিন কর্মসূচী ঘোষনা করা হবে।