যশোর কৃষকদলের সভাপতি হাসান সালেহ আর নেই

0

স্টাফ রিপোর্টার ॥ জাতীয়তাবাদী কৃষকদল যশোর জেলা শাখার সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ হাসান সালেহ (৬৫) ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার সকাল ৯ টা ৪৫ মিনিটের সময় রাজধানীর সিটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ৭ ভাই-বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার সকাল ৮ টায় যশোর শহরতলীর উপশহর মারকাজ জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মকবুল হোসেন জানানা, গত ৩০ জুন তিনি প্রথমে কোভিট-১৯ আক্রান্ত হন। এরপর তিনি করোনামুক্ত হয়ে স্বাভাবিক হতে থাকেন। এরই মাঝে গত ১২ নভেম্বর পুনরায় তিনি হৃদরোগে আক্রান্ত হলে রাজধানীর সিটি হসপিটালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। ওই হসপিটালে আইসিইউতে থাকাবস্থায় শুক্রবার সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মরহুম হাসান সালেহ ২০০৪ সাল থেকে যশোর জেলা কৃষকদলের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। একজন সৎ-নিষ্ঠাবান রাজনীতিক ও সামাজিক ব্যক্তিত্ব হিসেবে যশোরের সর্বমহলে পরিচিতি ছিলো তার। বিশেষ করে এ অঞ্চলের বিএনপির কান্ডারী মরহুম তরিকুল ইসলামের অত্যন্ত বিশ্বস্ত সহচর ছিলেন তিনি। রাজনীতির পাশাপাশি পেশাগত জীবনে তিনি ছিলেন খুব পরিচিত মুখ। তিনি বিএডিসি (সম্প্রসারণ) যশোর এর হিসাব রক্ষণ কর্মকর্তা ছিলেন। একই সময়ে তিনি বিএডিসি শ্রমিক ইউনিয়নের যশোর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে কৃষক দল যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মকবুল হোসেন শোক ও সমবেদনা জানিয়েছেন।