উপাচার্যকে না জানিয়েই হতে যাচ্ছে ঢাবির সান্ধ্যকোর্সের ভর্তি পরীক্ষা

0

লোকসমাজ ডেস্ক॥ কভিডের মধ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে স্বশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ একটি সান্ধ্য কোর্সের ভর্তিপরীক্ষা নিতে যাচ্ছে। শুক্রবার সকাল ১১টায় রাজধানীর ক্যাম্পাসের বাহিরে আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে থেকে জানা গেছে। তবে এই পরীক্ষা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে জানানো হয়নি। এমনকি সান্ধ্যকোর্সে নতুন শিক্ষার্থী বন্ধে সংশ্লিষ্ট কমিটির সুপারিশও উপেক্ষা করা হয়েছে। ভর্তি পরীক্ষার বিষয়ে ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ নভেম্বর শুক্রবার বিজনেস স্টাডিজ অনুষদের এমবিএ (ইভনিং) প্রোগ্রামের (৪৫তম ব্যাচ) ভর্তি পরীক্ষা ঢাকার আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হবে। পরীক্ষা গ্রহণের সময় সকাল ১১টা-দুপুর ১২টা পর্যন্ত। বিষযটি সম্পর্কে জানতে অধ্যাপক আব্দুল মঈনের নাম্বারে একাধিকবার ফোন দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এটার বিষয়ে তো জানি না। মাত্রই শুনলাম। ডিন সাহেবের থেকে বিষয়টা জানতে হবে। তবে ক্যাম্পাসে কোন পরীক্ষা নাই বলেই আমি জানি না।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি সান্ধ্য কোর্স আছে ব্যবসায় শিক্ষা অনুষদে। অনুষদের নয়টি বিভাগের প্রতিটিতেই সান্ধ্য কোর্স আছে। এসব কোর্সে প্রতিবছর ৪৫টি ব্যাচে দুই হাজার ৯৬৫ জন শিক্ষার্থী ভর্তি হন। ক্লাস নেন ২৩০ জন শিক্ষক। গতবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সান্ধ্য কোর্সের সমালোচনা করে বক্তব্য দেন। পরে এসব কোর্সের যৌক্তিকতা যাচাই ও পর্যালোচনার জন্য বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের ডিনদের নিয়ে একটি কমিটি করা হয়। ওই কমিটি গত ৯ ফেব্রুয়ারি সান্ধ্যকালীন কোর্স নিয়ে সমন্বিত নীতিমালা প্রণয়নের সুপারিশ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। নীতিমালা প্রণয়নের আগে এসব কোর্সে নতুন শিক্ষার্থী ভর্তি সাময়িক বন্ধ রাখার সুপারিশও করে তারা।